![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ভালো লাগা আমার তোমার চোখে দেখা।
প্রথম ভালো লাগার অনুভুতি তোমার থেকে পাওয়া।
প্রথম ভালো আমি বোধহয় বেসেছিলাম তোমায়।
সে অনেক চলে গেছে দিন আমি ও ভুলে গেছি তোমায়।
অবাক হলাম ফেইজবুক এর কল্যানে তোমায় খুজে পেয়ে।
চিনতে একটু দেরি হলেও চিনেছি আমি ঠিকই।
ভালো লাগলো সুখে আছো দেখে তোমার ছবি।
অবাক হলে, কে আমি? কি পরিচয়?
মনে থাকার কথা নয় তোমার।
ভুলেও ভাবতে পারবে না আমায় ।
ভাবার প্রয়োজনও নেই ।
ভালো থেকো, সুখে থেকো,
যেনো তোমার অজান্তে কেও একজন,
ভালো বাসতো তোমায় ।
২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
িবর্ন জামান বলেছেন: দাদা কি ধরনের ভালো ।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
খান আকিব বলেছেন: ভাল কিছু দেন ভাই
