![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একটা ভুল
ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত।
আমার একটা ভুল
চেয়েছি অনেক ক্ষমা।
আমার একটা ভুল
তোমাকে না পাওয়ার যন্তনা ।
তোমারও ছিলো ভুল
তুমি পারনি করতে ক্ষমা ।
তুমি ছিলে অনর
তাই পাইনি ক্ষমা ।
আমার প্রায়শ্চিত
আমি আজো কষ্ট পাই।
তোমার প্রায়শ্চিত ?
তুমিতো ভালোই আছো
না করে আজো আমায় ক্ষমা
©somewhere in net ltd.