![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুইবার ব্যর্থ হওয়ার পর, তৃতীয়বার ব্যর্থ হতে আবার শুরু করি।
প্রতি মাসেই কয়েকবার শপিং করা মৌরীর স্বভাবে পরিণত হয়েছে। শপিং না করলে কেমন কেমন যেন একটা লাগে। কখনো কখনো বান্ধবীর সাথে আবার কখনো কখনো মায়ের সাথে।
আজ শপিং ডেট মৌরীর। পড়ন্ত বিকালে হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা থেমে গেল। এই নতুন
ড্রাইভারটা যে কিভাবে গাড়ি চালায়!! জাস্ট অসহ্য। গাড়ির প্রতি তার বিন্দুমাত্র যত্ন নেই, ছোটলোকের জাত।আজকে মামা সামনে বসা না থাকলে কিছু একটা বলেই ফেলত মৌরী। আর একটু হলেই তার নতুন আই ফোন 5টা হাত থেকে পরে যেত। মেজাজটা গরম হয়ে আছে,তার সাথে মনে হয় শরীরটাও। এতক্ষণ এসির বাতাসে শীত শীত লাগছিল, এখন গরম লাগতে শুরু করেছে। জানালার গ্লাসটা হালকা নামিয়ে বাইরে তাকাল মৌরী। দুপুর গড়িয়ে বিকালের সূর্যটা পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে। সূর্যের তীব্রতা নেই, অথচ বাইরে গরম বাতাস বইছে। এরই মধ্যে লোকজন ব্যস্ত ভঙ্গিতে চলাফেরা করছে। তাদের চেহারায় কিছুটা ক্লান্তি থাকলেও বিন্দুমাত্র অস্বস্তিবোধ নেই। মৌরী জানালাটা বেশিক্ষণ খোলা রাখতে পারলনা, বাহির থেকে যেটুকু বাতাস আসছে তাতেই তার অস্বস্তি লাগছে। বাইরের মানুষগুলো যে কিভাবে আছে এর মধ্যে!! গাড়িটা এখনঠিক পান্থপথ শমরিতা হাসপাতালের সামনে।
আশ্চর্য!!মোহাম্মদপুর থেকে স্কয়ার হাসপাতাল পর্যন্ত আসতে সময় লাগল ১০ মিনিট,আর স্কয়ার থেকে শমরিতায় আসতে আধা ঘণ্টা লেগে গেল। কতক্ষণ
যে লাগবে বসুন্ধরা সিটি যেতে!!
এয়ারফোনটা কানে গুঁজে গাড়ির
সিটে শরীরটা এলিয়ে দিল মৌরী।
পাশে মা গভীর মনোযোগে রান্নার বই পড়ছেন আর মামা আপন
মনে গান শুনছেন। এরই মাঝে মস্তিষ্কে বাজতে শুরু করেছে,
“There’s a place in your heart,And I know that it is love And this place could be much
brighter than tomorrow”
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক থ্যাংকস মুশাসি ভাই
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৩
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: চমৎকার লাগলো গল্প , মৌরির ভিতরে যে বোধ জেগেছে একদিন সেই বোধ জাগবে সবার মাঝে । সেদিন আর ছেলেটির ২ টাকা দিয়ে বিস্কুট কিনে খেতে হবে না । ক্ষুধার পেটে সে খাবে ধবধবে সাদা ভাত
সুন্দর গল্প রাইয়ান । সামুতে স্বাগতম
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস সিফাত ভাই। অনেক সুন্দর বলেছেন, ক্ষুধা পেটে খাবে ধবধবে সাদা ভাত। আবারও থ্যাংকস
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭
অপ্রচলিত বলেছেন: সাধারণ গল্প, কিন্তু চমৎকার হয়েছে। চালিয়ে যান :-)
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস অপ্রচলিত। সাথে থাকুন
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০২
বেঈমান আমি. বলেছেন: তোমাক দিয়া হবে ব্রো।ক্যারি অন।হ্যাপি ব্লগিং।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস ব্রো
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২
মাহতাব সমুদ্র বলেছেন: স্বাগতম।।
০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
মহামহোপাধ্যায় বলেছেন: আপনার লেখার হাত অনেক ভালো। লেগে থাকুন। লিখতে থাকুন।
হ্যাপি ব্লগিং
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংস ভাই
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
নীরব 009 বলেছেন: এইটা যদি আপনার লেখালেখি শুরুর প্রচেষ্টা হয় তাহলে বলব, এগিয়ে যান।
জমজমাট গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৫
বেঈমান আমি. বলেছেন: আরো পোস্ট দাও ব্রো।এতদিন না কত আফসোস করছিলা?
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: করব ব্রো
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০১
মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: অনেক ভালো লেগেছে।
লিখতে থাকুন। আপনার হাতের লিখা থুক্কু লিখার হাত অনেক ভাল।
ছাড়বেন না এটাকে।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা অনেক থ্যাংকস
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: দ্বিতীয় বারের মতন পড়লাম। প্রথমবারের ধাক্কাটা আরেকবার লাগায় এবার নিজেকে অপরাধীই মনে হচ্ছে। তবে সত্যি বলতে, কাউকে দেখিয়ে কিংবা নিজের আত্মতৃপ্তির জন্য সাহায্য না করাটাই ভালো। আসল উদ্দেশ্য থাকা উচিত, সাহায্যটা যেন ঠিক মতন মানুষের দোরগোড়ায় পৌঁছায়। দ্বিতীয় বার পড়ে আরো ভালো লাগল।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ঠিক বলেছেন। অনেক অনেক থ্যাংকস দ্বিতীয়বার পড়ার জন্য
১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
শুভ্র দা বলেছেন: শেষটায় এসে কষ্ট পেলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন:
১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪
শুভ্র দা বলেছেন: মৌরীর মত সবাই ই একদিন বুঝতে পারবে
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হু
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০
আরিফ রুবেল বলেছেন: নতুন গল্প কই ভাই ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: নতুন গল্প কামিং সুন.. ধন্যবাদ
১৪| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫
বৃষ্টিধারা বলেছেন: গল্প কই আর ?
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আমি গল্প লিখতে পারিনা তো
১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৫৫
বৃষ্টিধারা বলেছেন: বানাই বানাই লিখেন......
১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হে.. হে.. বানাই বানাই লিখে দিব?
১৬| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭
শান্তির দেবদূত বলেছেন: আশ্চর্য! এটা আপনার প্রথম ও শেষ লেখা গল্প! এত সাবলীল লেখার স্টাইল আপনার আর আপনি লিখছেন না? পরের গল্পের অপেক্ষায় রইলাম, জলদি নামিয়ে ফেলুন। শুভেচ্ছা।
০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: কী যে বলেন ভাইয়া .. লজ্জা পেলাম..
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৮
মুশাসি বলেছেন: অসাধারন লেখনি, চালিয়ে যান ভাই
ব্লগে স্বাগতম