![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুইবার ব্যর্থ হওয়ার পর, তৃতীয়বার ব্যর্থ হতে আবার শুরু করি।
এখনো সূর্য উঠলেই আমি এই মাটির শীতলতার অনুভবেই পথ চলি,
এখনো অনেক রাতে গাছের ডালের ফাকে চাঁদটাকে নিজের মনে হয়।
আমি বাঙালি তাই এই বাংলায়
শুনি মায়ের খোকা ডাক।
আমি বাংলার পথেই রক্ত
ঝরিয়ে এনেছি স্বাধীনতা,
তাই আরেকবার আমি উঠবো জ্বলে,
রাঙ্গাবো রাজপথ।
তবু বলব বুক উচিয়ে আমি স্বাধীন।
আমার স্বাধীনতা তোমাদের
রক্তে দাড়িয়ে লিখতে চাই।
আবার মুক্ত কন্ঠে বলতে চাই,
এদেশ তোমাদের নয়।
এখানে দু'লাখ মায়ের
লাল সবুজ আঁচল কেড়ে নিয়েছ তোমরা।
এখানেই যুদ্ধে গিয়ে বাবা আর ফিরল না ।
তাদের ত্যাগেই মুক্তি কিনেছি আমরা ।
তোমাদের শিকল আজ আটকাতে পারবেনা,
আমি ছিনিয়ে নেবো আমার পরিচিত রাস্তার পথ চলা।
ফিরিয়ে দেব হাসিমুখ
প্রতিটা জানালায়।
আজ আমার উৎসবের দিন,
আজ আমি একা নই ,
আমার কন্ঠে সমস্ত জাতির চিৎকার।
ফাঁসি চাই ,তোমরা হিংস্র জানোয়ার।
তোমরা বাঙ্গালী নও ,
রক্তচোষা রাজাকার।
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০২
বেঈমান আমি. বলেছেন: থ্যান্কস ব্রো
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫
আমি ব্লগার হইছি! বলেছেন: কোন কথা হবে না !
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন:
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩
মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: "তাই আরেকবার আমি উঠবো জ্বলে,
রাঙ্গাবো রাজপথ।
তবু বলব বুক উচিয়ে আমি স্বাধীন"
পংক্তিগুলো গায়ের ঝিম ধরা রক্তকে আরেকবার লাথি মারল মনে হল।
৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা
৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
শুভ্র দা বলেছেন: "তাই আরেকবার
আমি উঠবো জ্বলে,
রাঙ্গাবো রাজপথ।
তবু বলব বুক উচিয়ে আমি স্বাধীন"
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৯
বৃত্তবন্দী শুভ্র বলেছেন:
৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
শুভ্র দা বলেছেন: দারুন কবিতা
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস
৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
শুভ্র দা বলেছেন: চালিয়ে যান
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ধন্যবাদ। সাথে থাকুন
৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৩
মামুন রশিদ বলেছেন: ফাঁসি চাই ।