নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রৌদ্রজয়ী আকাশ, অভিমানে পূর্ন হৃদয়..

বৃত্তবন্দী শুভ্র

আমি দুইবার ব্যর্থ হওয়ার পর, তৃতীয়বার ব্যর্থ হতে আবার শুরু করি।

বৃত্তবন্দী শুভ্র › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ ২০১৩

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

সম্মুখস্তভাবে দক্ষিনে টিএসসি,

উত্তরে রূপসী বাংলা,পরিবাগ;

পশ্চিমে হাতিরপুল,

পূর্বে মৎস্য ভবন,

আর এই চতুষ্পথের নামই শাহবাগ।



শাহবাগ বাংলাদেশের

টার্নিং পয়েন্টের নাম;

শাহবাগ বিয়াল্লিশ বছরের

আর্বজনা পরিষ্কারের নাম।



তিন মিনিটের জন্য

নীরব হয়ে যাওয়া বাংলাদেশের নাম শাহবাগ,

তিন মিনিটের জন্য

রিক্সার প্যাডেল থেমে যাওয়ার নাম শাহবাগ,

তিন মিনিটের জন্য

খেলা বন্ধ করে অন্য দেশের

ক্রিকেটারদের মিরপুর মাঠের ভিতর পুরা বিশ্বকে দেখিয়ে

দাড়িয়ে নীরবতা পালনের নাম

শাহবাগ।



শাহবাগ এমন এক তরুনের নাম

যে টিফিনের টাকা বাচিয়ে শাহবাগে যাওয়ার ভাড়া যোগাড় করত;

শাহবাগ এমন এক মেয়ের নাম

যে রমনা পার্কের নাম করে,

বেইলী রোডে খাতা কিনতে যাওয়ার নাম করে,

শাহবাগে যেত বিপ্লব করতে।



শাহবাগ এমন এক চা বিক্রেতার নাম, যে চা বিক্রি করতে করতেও একবার ভুলে যায়নি বলতে, জয় বাংলা।



শাহবাগ এমন এক যুবতীর নাম

যে তার প্রেমকে মধ্যমাঙ্গুল দেখিয়েছে কারন তার প্রেমিক মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল।



শাহবাগ এমন এক ফটোগ্রাফারের নাম তার ক্যামেরার

প্রতিটা ছবিতে শাহবাগের

একেকটা স্মৃতি।



মোমের আলোতে নিজের রাগ, ক্ষোভের বিস্ফোরনের নাম

শাহবাগ।



আজ এই শাহবাগে দাড়িয়ে

আমি ওদের রক্তে থুথু মেরে বলতে চাই, আমি জয় বাংলার লোক।



আজ এই শাহবাগে দাড়িয়ে আমি অপেক্ষা করতে চাই

আড়াই লাখ মায়ের আচঁলের দাম দেওয়ার আগ পর্যন্ত।



আজ এই শাহবাগে দাড়িয়ে আমি বুক ফুলিয়ে বলতে চাই

আমাদের আন্দোলন

পুরা বিশ্বকে দেখিয়েছে যে জয়

বাংলার ক্ষমতা কত।



শাহবাগের প্রতিটা রজনী পার করেছি স্মৃতিতে একাত্তরকে রেখে।



শাহবাগে প্রতিটা ক্ষন পার করেছি

অন্তরে মুক্তিসংগ্রামকে রেখে।



শাহবাগ জেগে আছে;

শাহবাগ জেগে আছে...

শাহবাগ জেগে থাকে..

শাহবাগ জেগে থাকে।







২সেপ্টেম্বর ২০১৩



মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

নোমান নমি বলেছেন: শাহবাগ আবেগ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

শুভ্র দা বলেছেন: কবিতার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা কঠিন ব্যাপার। সুন্দর হয়েছে। শাহবাগ বিয়াল্লিশ বছরের
আর্বজনা পরিষ্কারের নাম + +

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস :) জয় বাংলা

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

শুভ্র দা বলেছেন: কবিতার মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলা কঠিন ব্যাপার। সুন্দর হয়েছে। শাহবাগ বিয়াল্লিশ বছরের
আর্বজনা পরিষ্কারের নাম + +

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস :)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

পাঠক১৯৭১ বলেছেন: "
শাহবাগ বাংলাদেশের
টার্নিং পয়েন্টের নাম;
শাহবাগ বিয়াল্লিশ বছরের
আর্বজনা পরিষ্কারের নাম।
"


কোথায়ও কেহ কোন টার্ণ নেয়নি এখনো, ৪২ বছর পরেরও!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অবশ্যই টার্ন নিছে। কাদের মোল্লার ফাঁসিই তার সবচেয়ে বড় প্রমান

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:১৭

বেঈমান আমি. বলেছেন: শাহবাগ রকয

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: শাহবাগ রকযযযয :D :D ;)

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

HHH বলেছেন: বিরানী, গাঞ্জা আর কন্ডম সাপ্লাই কি আবার চালু হয়েছে দাদা? কবিতা যেন উথলায়া পরতেছে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৩

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: এইযে আর কাউরে না পাইয়া আমার ব্লগ অপবিত্র করতে আইছেন কেন X( মজা লন আপনি? এই নয়া ছাগুর আমদানি কোথেক্কে হইল?

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

HHH বলেছেন: হে হে , B-)) ক্ষেপচেন কেন গো দাদা?
বাল সংবিধানে কি লেখা আছে যে শাহবাগে না গেলে তাকে ছাগু ঘোষনা করা হইবেক?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপনার এক্টিভিটিতেই বোঝা যায় আপনি ছাগু। X( X( অন্য কোথাও যাইয়া ল্যাদান। আর আপনার নোংরা মানষিকতা নিজের মধ্য রাখেন। খারাপ হতে বাধ্য করবেন না ধন্যবাদ।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১

পাঠক১৯৭১ বলেছেন: মানুষ শুধু ফাঁসী চাওয়ার জন্য আসেনি, মানুষ এসেছিল তাঁদের অধিকারের কথা বলতে, সেটুকু হারায়ে গেছে, আপনারা সেটাকে দেখতে পাননি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আমি সেই পাঁচ ফেব্রুয়ারী যেভাবে নিজের ক্রোধ, রাগের বিস্ফোরন ঘটাইছি শাহবাগ যেয়ে আজো আমি তাই করি। শাহবাগ তার জায়গা থেকে ঠিক আছে :)

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৫

বেঈমান আমি. বলেছেন: শাহবাগ আর জাফর ইকবালের নাম নিলেই ছাগুরা লেন্জা লুকাইতে পারে না।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: রাইট ভাই :) HHH তার প্রমান ;)

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

কবিতাটা খুবই সুন্দর হয়েছে, বিখ্যাত কবিদের মত।

কিন্তু আমি জায়গাগুলো চিনি না।

প্রিয়তে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক থ্যাংকস আপু :) এত প্রসংশা কোথায় রাখব? :P

বিখ্যাত কবিদের মত করতে না পারলে কবিতাটায় নিজের মনের কথা মনে হয় বলতে পারছি :)

অনেক ধন্যবাদ আপু :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আর জায়গাগুলা শাহবাগকে ঘিরেই চারদিকে। প্রজন্ম চত্বরের চারদিকে :)

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: শাহবাগ জায়গাটা অনেক পরিচিত। প্রতিটি উল্লেখিত জায়গা চির চেনা নিজের বসতবাড়ীর মতন। ওটা আসলে স্বাধীনতার চেতনা হবে বেশি। চেতনাকে সীমানা দিয়ে বন্দী করা যায় না । সেটি সীমানা ক্রস করে ফেলে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক থ্যাংকস ভাইয়া :)

জায়গাগুলা আমারো অনেক প্রিয়। চারদিক দিয়েই শাহবাগে যাওয়ার পথে মনে হয় এইতো নিজের বাসায় যাচ্ছি :)

আবারো অনেক থ্যাংকস ভাইয়া :)

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: শাহবাগকে নিয়ে লিখলেই সুন্দর।

শুভরাত্রি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৭

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক থ্যাংকস ভাইয়া :)

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: শাহবাগ এমন এক চা বিক্রেতার নাম, যে চা বিক্রি করতে করতেও একবার ভুলে যায়নি বলতে, জয় বাংলা।

অসাধারন ++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: থ্যাংকস :) জয় বাংলা

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২

মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: শাহবাগ এমন এক চা বিক্রেতার নাম, যে চা বিক্রি করতে করতেও একবার ভুলে যায়নি বলতে, জয় বাংলা।

অসাধারন ++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: জয় বাংলা

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০

মুনেম আহমেদ বলেছেন: শাহবাগ কবিতায়
শাহবাগ গানে
হৃদয়ের আবেগে শাহবাগ
শাহবাগ মূখরিত স্লোগানে

এইতো বেশ। বাস্তবে পাওয়ার খাতায় নাহয় শূন্যই রইল তাতে কি! :-P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: শাহবাগের প্রাপ্তি শূন্য বলছেন? :|

তাহলে শুনেন আজ কাদের মোল্লার ফাঁসি শাহবাগের জন্য, জামাত শিবির রাজনৈতিক দল না শাহবাগের জন্য। গোলাম আজম, আব্দুল আলীম ফাঁসি না পাওয়ার পড়েও তাদের বিরুদ্ধে আপিল করা গেছে শাহবাগের জন্য। এবার ও বলবেন প্রাপ্তির খাতা শূন্য ?

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩

মুনেম আহমেদ বলেছেন: শাহবাগ একটি নাটকের নাম। এ গান কবিতা আবেগের উঠানামা তারই অংশ। কিন্তু পরে হিসেব করলে দেখা যায় সময় নষ্ট ছাড়া কিছুই হয়নি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: একটা কথা বলি মাইন্ড খাইয়েন না , আপনার মাথায় কি কিছু আছে? X( X( কোন বিবেকবুদ্ধিমান মানুষ শাহবাগকে সময় নষ্ট বলবেনা। খালেদা জিয়া কইছিল। তার বুদ্ধি যে কত তা জানা আছে। নষ্ট ছেলেও কইছিল। X(

আর সময় নষ্টই যদি হয় তাহলে নাহয় সময় নষ্ট করেই কাদেররে ঝুলাইছি। এমন করেই বাকিগুলারে ও ঝুলাব।

শুভ রাত্রি। :) ভাল থাকবেন। ধন্যবাদ :)

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

মুনেম আহমেদ বলেছেন: :-D শাহবাগ আমার কাছে এক জলজ্যান্ত বিনোদন।


যা হওয়ার ছিল তাই হয়েছে। মাঝথেকে নিজেদের সব অপকর্ম ঢাকতে কৌশলী মাথায় শাহবাগের নাটক টা করিয়ে নিল আওয়ামীলীগ। আর শাহবাগীরা ভাবতে লাগল তাদের জন্যই সব হয়েছে। এ অ্যাংগেলে ই বলছি প্রাপ্তি শূন্য সময় নষ্ট। আপনারা হাউকাউ করায় যা হয়েছে না করলেও তাই হত। মাঝেথেকে আওয়ামীলীগ যাবজ্জীবনের নাটক করে সেন্টিমেন্ট কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিল।

:-) আপনার মাথায় কিছু থাকলে সহজ জিনিসটা আরও আগেই ধরতে পারতেন স্বপ্ন জগতে বাস করতেন না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ও ও তাই নাকি? :| আপনার মত একজন বিশিষ্ট বুদ্বিমান সম্ভবত ১৮+দলের সমর্থক শাহবাগ নিয়ে কি ভাবল তাতে শাহবাগের কিছুই আসে যায় না। যা হওয়ার তাই হইত বলে বসে থাকে ,আবার যারা কিছু করতে চায় তাদের পিছন থেকে শিকল টেনে ধরা মানুষের অভাব নাই X(

১৮+ দলে তো ভর্তি

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

তাসজিদ বলেছেন: শাগবাগ ছিল আছে থাকবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.