![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুইবার ব্যর্থ হওয়ার পর, তৃতীয়বার ব্যর্থ হতে আবার শুরু করি।
আজাকাল যখন কোন বড় ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করি কেমন আছো তারা খুব নেগেটিভ উত্তর দেয়.. ভাল না, মোটামোটি, অবস্থা কেমন জানিনা। আবার যখন কোন বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করি সেও একই কথাই বলে। খুব অবাক লাগে তারা নিজের অবস্থাই জানেনা। তাদের কথা শুনে আমিই হঠাৎ হোচট খাই। মোটামোটি থাকাটা মোটেও ভাল না। মোটামোটি থাকা মানে তুমি জানোই না তুমি কেমন আছো। নিজের অবস্থাটা অনুধাবন করো, বোঝার চেষ্টা করো। "দেয়ার ইজ নাথিং কল্ড হাফ প্রেগনেন্ট" মোটামটি বলে আসলে কিছুই নাই। নিজের অবস্থানটা জানো। নিজের কাছে নিজে ক্লিয়ার থাকো ভালো থাকাটা ব্যাপার না।
"হুম..মানছি খারাপ থাকার উপর নিজের কোন কন্ট্রোল নাই। হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়। এই হঠাৎ করে কেন মন খারাপ হয়? মনের সাথে কেন এত যুদ্ধ?
আমি যখন ছোট ছিলাম খুব হ্যাপী একটা লাইফ লিড করতাম। স্কুলে কত মজা, স্কুল থেকে এসে মাঠে খেলা তারপর বাসায় এসে তাফালিং। শুধুমাত্র ছোটবেলার স্মৃতিগুলোকে সঙ্গে নিয়েই আমি সারাজীবন ভাল থাকতে পারব।
" তাই এখন কার কোন বাচ্চা ছেলের থেকে যখন শুনি সে ভাল নেই খুব খারাপ লাগে। তা বলে বোঝানো যাবেনা। তাদের খারাপ থাকার কারনটা মূলত কী? আজকালকাল ছেলেমেয়েরা তো অনেক বেশিই সুযোগ সুবিধা পায়।
আমি পিএইচডি হোল্ডার অনেক গাধা দেখেছি, যাদের জীবনে সুখ শব্দটা নাই। তারা খালি সাকসেস এর পিছে দৌড়াতে থাকে। আবার ক্লাস টুতে পড়া অনেক তুখোড় মেধাবী দেখেছি যার শেখার আগ্রহ আছে। ভাল কিছু করার ইচ্ছা আছে, ভাল থাকার ইচ্ছা।
আজকাল যেসব ছেলেমেয়ে খারাপ থাকে তাদের আসলে হঠাৎ করেই মনটা খারাপ হয়ে যায়। তাদের গ্রো টাই ঠিকমত হয় না। আজকাল অধিকাংশ স্কুলই কিন্ডারগার্ডেন তাই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে চায়না। ঠিকমত কারো সাথে এডজাস্ট করতে পারেনা। কোন খেলার মাঠ নাই, বন্ধু নাই। বাবা মা বাসায় একগাদা টিউটর রেখে দেয়.. ব্যাস দায়িত্ব শেষ। ছেলে মেয়েদের যে একটু কাউন্সিলিং দরকার তার দিকে কোন নজর নেই। এইরকম অন্ধকার লাইফ লিড করতে করতেই হঠাৎ করে তাদের অকারনেই মন খারাপ হয়ে যায়। আর যাদের অকারনেই মন খারাপ হয় তার মন কি আর ভাল করা যায়?
আমার অনেক ছোট কাজিন, ফ্রেন্ডদের ছোট ভাইবোন আছে। তাদের সাথে আমি সবসময় খুব ফ্রি থাকার চেষ্টা করি যাতে তারা কিছুটা সময়ের জন্য হলেও একটু কাউন্সিলিং করতে পারে। আমি চাই তারা আমাকে লাইক করুক। তারা যদি আমাকে লাইক করে তারা এমনিতেই আমার সাথে খুব সহজেই তাদের মনের কথা বলে ফ্রি হতে পারবে এবং খুব সহজেই নিজের মাইন্ডটা ফ্রেশ করতে পারবে।
বাবা মার সবসময় ফ্রেন্ডলি থাকা উচিৎ যাতে ছেলে মেয়ের গ্রো টা ঠিকমত হয়। বাবা মায়ের ভিতর একজন ও যদি ফ্রেন্ডলি থাকে তাইলেই এনাফ। আগে বাচ্চারা খেলার জন্য অনেক বড় মাঠ পেত। খেলতে খেলতেই নিজের কাউন্সিলিং করে ফেলত। এখন সেই সুযোগ খুব একটা নেই। তাই বাবা মা ই এখন ছেলেমেয়ের সবকিছু। তাই তারা যদি একটু ফ্রেন্ডলি হয় সন্তানের গ্রো আপটা অনেক ভাল হয়। থমকে যেতে হয় না। মূলকথা তারা ভালো থাকে।
একজন বড় মানুষের ভাল থাকাটা সম্পূর্ন তার ব্যাপার। ভাল থাকতে কোন কারন লাগেনা। যখন কোন কারনে মন খারাপ হয়ে যাবে কুইকলি কারনটা বের করে সলভ করে মন ভাল করে নিতে হবে।আর ভাল থাকলে তার কারন খুঁজতে হবেনা। ভাল থাকলে ভাল থাকুন। কারন খোঁজার কোন দরকার নাই।
হতাশ হওয়া যাবেনা। হোচট খেলে বারবার উঠে দাড়াতে হবে। আবার ট্রাই করতে হবে। নিজের ভিতর একটা বিশ্বাস রাখতে হবে যে আমি ভাল থাকব।
প্রেম করলে প্রেমিক প্রেমিকার সাথে খুব ভাল টাইম স্পেন্ড করতে হবে। ভাল থাকতে হবে।
ফ্রেন্ডদের সাথে খুব ফুর্তিতে থাকতে হবে। খারাপ থাকা যাবেনা মোটেও।
খারাপ চিন্তা করাই যাবেনা। সবসময় ভাল চিন্তা করতে হবে স্বপ্ন দেখতে হবে।
"Inferiority Complex" অধিকাংশ মানুষের হতাশার অন্যতম একটা কারণ। এই হীনমন্যতায় কোনভাবেই ভোগা যাবেনা। হুম, এমন পরিস্থিতি আসবেই যে তখন মনে হবে আর কোন উপায় নেই। কিন্তু একটা উপায় আছে। "Think positive & Be positive ,,,,, Think superior & Be superior"।
সবশেষে বলব দেশকে খুব ভালবাসতে হবে দেশের জন্য কিছু করার চেষ্টা করতে হবে। এমনিতেই মন ভাল হয়ে যাবে। ভাল থাকা যাবে।
আমি ভালোবাসার বিষে ডুবে থাকবো বহুক্ষন, মুখ তুলবো না।
ঘুমের মধ্যে দপ করে জ্বেলে দিব ফসফরাস অস্তিত্ব, স্বপ্ন দেখবো না। রাস্তায় যেকোন লোককে ডেকে আমি অমায়িক বলবো, আপনি ভাল আছেন মশাই???
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা হা । আপনার আত্মবিশ্বাসী কমেন্ট দেখে খুব খুশি হয়েছে। এই স্পিরিট টা সবসময় সাথে রাখবেন।
আর হ্যা সবসময় ভাল থাকবেন। আর পাশের মানুষদেরও ভাল রাখবেন।
আপনার জন্য অনেক শুভকামনা রইল
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: আমিও ভালো আছি !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: শুনে খুশি হলাম যে আপনিও ভাল আছেন।
নিজে সবসময় ভাল থাকবেন আর আশে পাশের মানুষদেরও ভাল রাখবেন
শুভ কামনা
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৮
পাঠক১৯৭১ বলেছেন: আপনি যা পর্যবেক্ষন করেছেন, তা আমাদের সামাজিক সমস্যার ফল: মানুষ সামাজিক জীব।
তবে, ভালোবাসা সম্পর্কে আপনি যা লিখেছেন তা সঠিক নয়, "প্রেম করলে প্রেমিক প্রেমিকার সাথে খুব ভাল টাইম স্পেন্ড করতে হবে। ভাল থাকতে হবে।
"
কেহ প্রেম করলে তা টিকার কথা নয়।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: কেউ যদি মন থেকে প্রেম করে তা টিকবেই। শুভকামনা
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৩
রহস্যময়ী কন্যা বলেছেন: আপনি ভালো আছেন তো মশাই??
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: হা হা .. জ্বিইই,আমি অনেক ভাল আছি
আপনি ভালো তো?
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২
অর্থনীতিবিদ বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন পোস্টটিতে। এটাতো ঠিকই যে, জীবনটাকে পজিটিভ দৃষ্টিতে দেখতে হবে। নিজের যা কিছু তাই নিয়ে সুখী থাকার চেষ্টা করতে হবে। পোস্টটির শেষেও চমৎকার কিছু কথা লিখেছেন। এক কথায় আপনার পোস্টটি অত্যন্ত শিক্ষামূলক একটি পোস্ট। পরিশেষে আপনার একটি কথা দিয়েই শেষ করছি, আমি ভালোবাসার বিষে ডুবে থাকবো সর্বক্ষন, মুখ তুলবো না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপনার এত সুন্দর একটা মন্তব্য দেখে মনটা অনেক ভাল হয়ে গেলো.. যে অন্যের মন ভাল করতে পারে সে নিজেও ভাল থাকে.. আপনাকে অনেক থ্যাংকস... ভাল থাকবেন সবসময়.. অন্যদেরও ভাল রাখবেন.. শুভকামনা রইল ..
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪
ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল লিখসেন বন্দী।
শুভকামনা ||
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ ভাইয়া.. অনেক ভাল থাকুন.. শুভকামনা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ ভাইয়া.. অনেক ভাল থাকুন.. শুভকামনা
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
মোঃ নেসার আহমেদ লিমন বলেছেন: ভালো আর খারাপ থাকাটা প্রতিদিনের আর দশটা কাজের মতনই। কখনো তা হিসেব মিলিয়ে চলবে, কখনো আবার খাপছাড়া। ভালো থাকা নিয়ে চিন্তা করতে করতে অনেকে ভালোই আর থাকতে পারে না। এটাও একটা কারন।
আপনি যত বেশি ভালো থাকতে চাইবেন, মনে রাখবেন, খারাপ জিনিসটা আপনার তত কাছে চলে আসবে। এটাই স্বাভাবিক। কিন্তু ভালো থাকার ব্যাপারে আশাহীন হওয়া যাবে না। সাধনা করে যেতে হবে ভালো থাকার। আর প্রকৃতপক্ষে, বাস্তবতাই আপনার নির্ধারন করে দেবে ভালো আর মন্দ থাকার ক্ষনটি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল থাকার ইচ্ছাটাই তাকে ভাল রাখতে পারে, ভাল থাকতে চাইলে কখনোই মানুষ খারাপ থাকেনা.. শুভকামনা
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
অস্পিসাস প্রেইস বলেছেন: "আমি পিএইচডি হোল্ডার অনেক গাধা দেখেছি, যাদের জীবনে সুখ শব্দটা নাই। তারা খালি সাকসেস এর পিছে দৌড়াতে থাকে। "
বস অফুরন্ত বিনোদন পেলাম। চরম পোস্ট
"খারাপ চিন্তা করাই যাবেনা। সবসময় ভাল চিন্তা করতে হবে স্বপ্ন দেখতে হবে।" এটাই মূল মন্ত্র।
ভালো লাগলো পুরো লেখাটি। ভালো থাকুন সবসময়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন। শুভেচ্ছা রইল ..
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
বেঈমান আমি. বলেছেন: বি পজিটিভ ।থিংক পজিটিভ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
বৃত্তবন্দী শুভ্র বলেছেন:
১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালও থাকাটা কিন্তু একেক জনের কাছে একেকরকম। যার যেটায় ফোকাস, সেটা ফুলফিল না হলে কিভাবে ভাল থাকবে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল থাকাটা একেকজনের কাছে একেকরকম অফকোর্স। তবে যে যেভাবে ভাল থাকবে তার সেভাবে থাকতে হবে। ভাল থাকলেই হলো। আর ফোকাস ফুলফিল না হলে খারাপ থাকতে হবেন কেন?? নিজের উপর বিশ্বাস রেখে ভাল থেকে ফোকাসটা ফুলফিল করতে হবে
শুভেচ্ছা রইল। অনেক ভাল থাকুন
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১২
অদৃশ্য বলেছেন:
লিখাটি পছন্দ হলো... তবে এটাও ঠিক যে সবসময় পজিটিভ ভাব প্রকাশ করা সম্ভব হয়না... আবার এটাও ঠিক যে মানুষ অনেক সময়ই নিজের অবস্থান ঠিকমতো বুঝতে পারেনা...
শুভকামনা...
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: সবসময় ভালো থাকা যায়না তবে বি পজেটিভ অবশ্যই থাকা যায়। তাই নয় কি?
আপনার পচ্ছন্দ হয়েছে জেনে আমার ও ভাল লেগেছে। ধন্যবাদ। শুভেচ্ছা রইল
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
দি সুফি বলেছেন: আলহামদুলিল্লাহ্, ভালো আছি। আপনি?
ভালো কিছু কথা লিখেছেন। পুরো পৃথিবীটাই রোডোটিক হয়ে যাচ্ছে! মা-বাবা দুজনই ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত। সন্তানকে সময় দেয়ার মত সময় তাদের কাছে নেই আজকের সমাজে। মাঝে মাঝে কষ্ট লাগে এসব বাচ্চাদের কথা চিন্তায় এলে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপনার উপলব্ধিটাই আমার কাছে মুখ্য। অনেক ভাল্লাগল আপনার মন্তব্য দেখে
মাশাল্লাহ.. অনেক ভাল আছি.. দোয়া করবেন
ভাল থাকুন সবসময়
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
শান্তির দেবদূত বলেছেন: ব্লগর ব্লগর ভালো লেগেছে। আজকাল সবার মধ্যেই কেমন যেন হতাশা! যেন জীবন বয়ে বেড়াচ্ছে, উপভোগ করছে না! আরে যে যে অবস্থাতেই থাকুক না কেন সুন্দর করে উপভোগ করাটাই ইমপোর্টেন্ট। অনেক ভালো লিখেছেন। শুভেচ্ছা রইল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: এত্ত সুন্দর করে বিশ্লেশন দেখে খুবই ভাল লেগেছে।
শান্তির দেবদূত ভাইয়া অনেক ধন্যবাদ এত সুন্দর করে বিষয়টা উপলব্ধি করার জন্য..
আপনার ভাল লেগেছে দেখে আমার ও ভাল লেগেছে
অনেক শুভেচ্ছা আর শুভকামনা
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
পাঠক১৯৭১ বলেছেন: "কেহ প্রেম করতে পারে না, প্রেম মানুষের মনের একটা অনুভুতি: ইচ্ছা করলে, প্ল্যান করে তা করা যায় না"।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আচ্ছা ভাইয়া আপনি তো বেশ মজার
আমি এত্তকিছু লিখছি আর আপনি আছেন প্রেমের দুটা লাইন নিয়ে
কাহিনী কি ম্যান? প্রেমে এত্ত সমস্যা কি?
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
পাঠক১৯৭১ বলেছেন: ভাবছিলাম, 'প্রেম'কে না বুঝে যত কিছু প্রেমের উপর লিখুন কোনটাই সঠিক হবে না।
মুক্তিযোদ্ধাদের নিয়ে লিখুন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: মুক্তিযোদ্ধাদের নিয়ে লিখব ইনশাল্লাহ.. দোয়া করবেন
আমি কিন্তু প্রেম নিয়ে তেমন কিছুই লিখিনি জাস্ট দুটা লাইন.. ডোন্ট মাইন্ড , আপনি প্রেম বিশেষজ্ঞ নাকি ভাইয়া?
১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে লেখাটি। ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ দেশপ্রেমিক ভাইয়া
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
অপ্রচলিত বলেছেন: সচেতনমূলক একটি লেখা। +++
চমৎকার পোস্টে পূর্ণ সহমত।
আমি ব্যক্তিগতভাবে মোটামুটি তখনই বলি যখন ভালো থাকি না। মানুষের মাত্রাতিরিক্ত অহেতুক কৌতূহল এড়ানোর একটি কৌশল। ভালো নেই বললে অনেকেই অতিরিক্ত খোঁচাখুঁচি করা শুরু করে দেয়, যা অসম্ভব বিরক্তিকর। তবে এটা ঠিক বলেছেন, প্রত্যেকেরই নিজেদের অবস্থান অনুধাবন করতে পারা উচিত।
নিরন্তর শুভ কামনা।
ভালো থাকুন সদা সর্বদাই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: যর্থাথই বলেছেন.. অনেক অনেক ভালো থাকুন.. শুভেচ্ছা রইল
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
শুভ্র দা বলেছেন: ইচ্ছা করে ভাল থাকা যায় না
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৮
শুভ্র দা বলেছেন: ইচ্ছা করে ভাল থাকা যায় না
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভালো থাকার ইচ্ছাই মানুষকে ভালো রাখে যদি ইচ্ছাই না থাকে তাহলে কী ভাল থাকা যাবে? বি পজেটিভ
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
শুভ্র দা বলেছেন: আপনি ভালো আছেন মশাই?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২২
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আলহামদুলিল্লাহ.. অনেক ভাল আছি। থ্যাংকস ফর আস্ক। আপনি ভাল আছেন ?
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২০
শুভ্র দা বলেছেন: জ্বি আমিও ভাল আছি
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: ভাল থাকুন সবসময় শুভেচ্ছা রইল
২২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
পাঠক১৯৭১ বলেছেন: নতুন কিছু পাইপলাইনে নেই?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: আপাতত নেই
২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১১
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
ভালই আছি আমি..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
শুভকামনা।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১৩
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: অনেক ধন্যবাদ.. শুভেচ্ছা রইল
২৪| ০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০৮
মুদ্দাকির বলেছেন: খারাপ নাই, তবে আরো ভালো থাকতে ইচ্ছা করে !!!
আমার মনে হয় সুখি থাকার মূল বিষয় হচ্ছে সন্তুষ্ট থাকা !!
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:১০
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: এক্সাকটলি.. ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
কসমিক- ট্রাভেলার বলেছেন:
শোকর আলহামদুলিল্লাহ , বেশ ভালো আছি।