![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীকে বদলে দেবার প্রত্যয়ে সজাগ সৈনিক
সভ্যতা,নদী,শহর-এই তিনটি শব্দ অবিচ্ছেদ্য।নদীর ধারে জনহীন প্রান্তরে যখন একটা দুইটা করে বসতি গড়ে ওঠে,তখন থাকে না কোন পরিকল্পনা,থাকে না ১০০ বছর পরে কি হবে তার চিন্তা!দেখা যায়,ডাউন টাউন (শহরের পুরনো এলাকা যেমন: পুরনো ঢাকা) কয়েক বছর যেতে না যেতেই বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে যায়।তখন চিল্লাচিল্লি শুরু হয় নতুন শহরের জন্য।আবার কেউ কেউ নিজের ভিটেমাটিকে ছাড়ার কল্পনাও করতে পারে না।
-
মানুষের জীবনেও একটা ডাউন টাইম থাকে,আমার কাছে সেটা ক্লাস ৭-৮।এই সময় মানুষ তার নিজের জনহীন প্রান্তরে অন্ন্যের সান্নিধ্য চা্য়।হয়ত পেয়েও যাই,তবে সেগুলো পরিকল্পনাহীন ভাবেই বেড়ে ওঠে।তারপর এক দিন অনুভূতিগুলো সহ্যের অনুপযুক্ত হয়ে পড়ে।প্রাকৃতিক নিয়মেই,তখন চিল্লাচিল্লি শুরু হয় এক চিলতে শান্তির জন্য,এক চিলতে নতুনের জন্য।
-
ডাউন টাইমে,ভূল না করা মানুষের সংখ্যা কম।তবে,ভূলগুলো শুধরে নিয়ে যারা নতুন জীবনের সান্নিধ্য পাই,তারা বেচে যায়।আর ভিটে মাটি আকড়ে থাকা মানুষগুলোর মত,ডাউন টাইম আকড়ে ধরা মানুষগুলোর পেয়ে বসে ইনসমোনিয়া।হয়ত,তারা মানুষ থেকে 'ছারপোকা' তে পরিণত হয়।যাদের রাজা চেক খেয়ে যাওয়ার পরেও আবার নতুন করে দাবার বোর্ডে গুটি সাজান,তারাই 'ছারপোকা'।
©somewhere in net ltd.