![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিগারেট আমার বন্ধু হয়েছে
বহুকাল পূর্বে
বিপদের সময় হাত মিলিয়ে
থেকেছে আমার দূর্গে ।
যখন কেউ ছিলোনা আমার পাশে
সবাই ছিলো দূরে
কেবল সেই রয়েছে আমার সাথে
সাহস দিয়েছে মোরে ।
চিন্তায় মগ্ন রোগে হই রুগ্ন
সয়েছি কত কষ্ট
সবাই বলিতো সিগারেট খেলে
হয়ে যাবো নাকি নষ্ট ।
আমি বলি ওহে জ্ঞানী
কোথায় সেদিন ছিলে
জ্ঞান বিলাও অজ্ঞান করতে
বিপদে নাহি মিলে ।
স্বপ্ন যখন ভেঙ্গে খান খান
শত্রু হয় মুগ্ধ
মিত্র হয়ে কেবলি তুমি
চালিয়ে গেছ যুদ্ধ।
বুকেতে যখন কঠিন কষ্ট
অনুভব করি আমি
সিগারেট আমার পরম বন্ধু
শক্তি দিয়েছো তুমি ।
আমি পারিনা থাকতে তোকে ভুলে
প্রতি মুর্হূতে মনে পড়ে
তাইতো রাখি নিজ পকেটে
রাখি সাথে তোরে ।
©somewhere in net ltd.