![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যার লাগিয়া এই ভুবণে
শান্তি পাইনা মনে
রেখ রেখ আল্লাহ তারে
সুখের বিন্দাবনে ।।
যে আমারে প্রেম শিখাইলো
প্রেম সাগরে নাও ভাসাইলো গো
আমি কিনারে না যাইতে পারি
আছি মধ্যখানে ।।
জাত কুলমান সবই গেলো
তবু সে আমার না হইলো গো
আমার সাধের পিরিত ভাঙ্গি দিল
মন বাইন্ধা পাশানে ।।
যারে নিয়া দেখতাম স্বপন
এক থাকিতাম জীবন মরন গো
আজিম বলে হিয়ার মাঝে
ধরল প্রেমগুনে ।।
****গান নং ২***
আমার বুকের ভিতর
আগুন জ্বলে বন্ধুয়া বিহনে
কেন প্রেম শিখাইয়া গেলা বন্ধু
আমার সরল মনে ।।
নয়ন জ্বলে ভাসি বন্ধু
তোমারি কারণে
আমি লোক সমাজে হইলাম দোষী
তোমার প্রেমের টানে ।।
নিদ্রা নাইরে দুই নয়নে
শান্তি নাইরে মনে
আমার কাঁচা বাঁশে গুন ধরিলো
তোমার প্রেমের বানে ।।
সাথী হারা পাখির মত
ঘুরি বনে বনে
ওরে আজিম তোমার প্রেমের কাঙ্গাল
জীবন ও মরনে ।।
©somewhere in net ltd.