![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজ্ঞাত স্থান থেকে ভিডিও ফুটেজ পাঠিয়ে অবরোধের সময় বাড়িয়ে একটা জালিম সরকার পতন করার সাহস দেখানো আর পুকুরের পানিতে নেমে সিনেমার ফাইট প্র্যাকটিস করে নিজেকে নায়ক মনে করা একই কথা | এমন একটি ভীরু কাপুরুষ দল যদি ক্ষমতায় আসে দেশের স্বাধীনতা রক্ষা, দূর্ণীতিমুক্ত প্রশাসন, মানুষের অধিকার বাস্তবায়ন, গুম হত্যার বিচার এবং আওয়ামী লীগের আন্দোলন মোকাবেলা করে ক্ষমতায় থাকবে এটা বিশ্বাস করা আর বিয়ে না করে সন্তান চাওয়া কি একই নয় ? তাহলে আমাদের মুক্তি কোথায়?
এ প্রশ্নের উত্তর কারো কাছে কি আছে ?
৪২ বছরের গনতন্ত্রে আমরা কি পেলাম ?
এই জন্যই কি মুক্তিযুদ্ধে এত লোক শহিদ হয়েছে।
মানুষের অকাল মৃত্যু যেন আমাদের প্রতিদিনের রুটিনে পরিনত হয়েছে।
৫০-৬০ টা মারা গেছে তাতে কি আমাদের রাজনীতিবীদতো গনতন্ত্রে বিশ্বাসী।তাই এর জবাব সরকার বা বিরুধীদল কারোই দিতে হয় না।
যাদের হত্যা করা হলো তাদের বলি না দিলে যে ক্ষমতায় যাওয়া যাবে না।আবার তাদের গুলি করে পাখির মত শিকার না করলেযে ক্ষমতাও চিরস্থায়ী থাকা যাবে না।
পুরো দেশ জিম্মি এই দুই নেত্রীর হাতে।
এরা ইবলীশ শয়তানের চাইতেও ভয়াবহ।
নির্বাচনের মাধ্যমে আমরা নেতৃত্বের পরিবর্তন করি না বরং শয়তানের পরিবর্তন করি।
তারা আমাদের গনতন্ত্র শিক্ষা দেয় অথচ তাদের দুই দলেই গনতন্ত্রের লেশ মাত্রই নেই।তা না হলে এক ব্যক্তির সীদ্বান্তে দল চলতো না।যখানে দলের বাকী নেতারা চামচার ভুমিকা পালন করেন।সেখানে সত্য বলা মহাপাপ।নেত্রী যাই বলবেন তাই কোরআন,তাই বাইবেল, তাই বেদ এর মত।
উভয় দল ৫ বছর পর নির্বাচন কারচুপির ব্যাবস্থা করে,ক্ষমতা ছারতে চায় না।এতে হাজার হাজার মারা গেলেও তাতে তাদের কোন ক্ষতি নাই।কারন মৃত্যু তাদের অথবা তাদের পরিবারের কারো হবে না।হবেতো সাধারন মানুষের।
এই তত্বাবধায়কের দাবীতে আওয়ামীলীগের পশুসুলভ আচরনের কথা কেউ ভুলে যায় নি।১৭৩ দিন হরতাল,মানুষ পুরানো সবই করেছে।আর তার দেখানো পথেই আজ বিএনপি এর বর্তমান রূপ।তাহলে প্রশ্ন কার স্বার্থে এই আন্দোলনের নামে জ্বালাও পুরাও এবং এই হত্যা।
গনতন্ত্রকে যদি প্রশ্নকরা হয় বাবা গনতন্ত্র তুমি কার ??
গনতন্ত্র আনন্দের হাঁসি হেঁসে বলবে ক্ষমতা যার আমিযে তার।
আজকের একটা গঠনা বলি।
আজ সকালে ডিমওয়ালা রে জিগাইলাম, ব্যাবসায় কেমন চলে ?
ডিমওয়ালা - ভালা না ...
আমি- ডিম কি কিন্না আনো ?
ডিমওয়ালা - না , আমার ফার্মের ...
আমি- তাইলে তো লাভ হওয়ার কথা ...
ডিমওয়ালা - লাভ নাই ভাই , মুরগী খায় বেশী !
আমি- খরচ কতো পরে মাসে ? আয় কতো ?
ডিমওয়ালা - দিনে খরচ হিশাব করি , দিনে ১ টা মুরগী ৫
টাকা খায় আর ৭ টাকার ডিম দেয় ... এমনে হিশাব ।
আমি- তাইলে যে মুরগী ডিম দেয় না ?
ডিমওয়ালা - হেডি বেইচ্চা দেই জবাই কইরা খায় মানুষ ।
আমি- আমাগো দেশের অবস্থা তো তোমার মুরগীগুলার মতন ,
ডিম দেয়না বাট খায় !
ডিমওয়ালা - তাইলে হ্যাঁগোরে রাইক্কা লাভ কি !
এখন জনগনকে সিদ্বান্ত নিতে হবে আবারও কি তাদের ক্ষমতায় বসাবো যারা আমাদের শুধু খেয়েই গেলো কিছুই দিল না।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৯
আজিম পরদেশী বলেছেন: আমার কথা শুনে মোমের মানুষের কষ্ট লাগাই স্বাভাবিক............।
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১
rafiq buet বলেছেন: বি এন পির কাধে জামাত চেপে বসেছে ....
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫
আজিম পরদেশী বলেছেন: রাফিক ভাই @@@ কার কাঁধে কে বসেছে তা বুঝা কঠিন।তবে এটা ঠিক কারো কাঁধই কলঙ্কমুক্ত নয়।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪২
লিঙ্কনহুসাইন বলেছেন: এ ছাড়া আর বিএনপির কি করার আছে ? রাস্তায় নেতারা নামলে তো এই জালিম সরকার গণহারে গ্রেফতার করে জেলে ভরবে !! তখন কি আপনি যাবেন নাকি তাদের ছাড়িয়ে আনতে ?
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০
রাফা বলেছেন: ভুলে গেছেন আমরা সবাই তালেবান-বাংলা হবে আফগান বা অপ পাকিস্তান।
মাত্র মহড়া শুরু হইছে, সার্কাস শুরু হবে আর একটু পর।তালেবানি কাজ কারবার এরকমই।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩
নিজাম বলেছেন: সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কাকে রেখে কাকে যে দোষ দেই। আসলে দোষ উভয় পক্ষের।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
মোমেরমানুষ৭১ বলেছেন: আপনের মত ডিম ওয়ালাই জাতি আজ খুজছে.....।