![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরম নিরাপত্তাহীনতায় ছাদের উপর কিছু সময়।
যদিও এক সময় আমার নেশা ছিল বিকালে ছাদে উঠে কিছু সময় কাটানো।
দীর্ঘ বিরতীর পর আজ ছাদে উঠলাম।কিন্তু সেই সুন্দর প্রকৃতির পরিবর্তে দেখা গেলো কাজের মেয়েদের লায়লা হওয়ার স্বপ্ন।
কাজের মেয়ে বলতে বাসায় যারা কাজ করে তাদের বুঝাই নি।বরং যে সকল রমণী প্রেম করার মহৎ উদ্দেশে বাসার ছাদে অথবা বারান্দায় সুন্দরী কমলা সেজে ছেলেদের মায়া জালে আটকাতে চায় তারাই আমার কাছে কাজের মেয়ে।কারন প্রেম করা অথবা মায়া জালে আটকানোও একটা কাজ।যে এই কাজ করবে সেই কাজের মেয়ে।
স্টান প্লাজা আর আমাদের বাসার দূরত্ব মাত্র দুই হাত।
আমিতো চশমা পরি তাই অনেক জিনিস আছে যা সবার চোখে ধরা না পরলেও আমার চোখ ঠিক ধরা পরে।
যাই হোক
আমাদের বাসার ছাদে উঠলে ১৫ টা বারান্দা এবং ২০ টা বাসার ছাদ নজরদারী করা যায়।
অবাক হলাম আমি কাউকে শিশ দেই নি আমাকে কেউ শিশ দিলো দেখে।
তাকালাম কিন্তু আরও অবাক হয়ে গেলাম ।
বয়সে আমার চাইতে ৫,৬ বছরের বড় হবে।
হঠাৎ আমার চোখে আলোর ঝলক পরলো।
আয়না দিয়ে কেউ আমার দিকে ফোকাস দিচ্ছে।
বুঝতে পারলাম হোটেল পলাশ থেকে কেউ এই কাজ করতেছে।
বাকীটা পরে কইমু।আর লিখতাম ভালা লাগের না।
©somewhere in net ltd.