![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা সেলিব্রেটি আমরা যারা সেলিব্রেটি না।
তোমাদের সাথে আমাদের পার্থক্য হলো।
(১) তোমরা FRIEND REQUEST গনহারে পাঠাও কিন্তু আমরা পাঠাই না।
(২)তোমাদের লাজ লজ্জা কম, গালি হজম করার ক্ষমতা অত্যাধিক। আমাদের লাজ লজ্জা বিদ্যমান আর কেউ গালি দিলে তার জবাব দেওয়ার ক্ষমতা রাখি।
(৩)তোমরা লাইক ভিক্ষা করো আমরা লাইক ভিক্ষা করি না।
(৪)তোমরা facebook অথবা blog এ তাফালিং করতায় পারো কিন্তু জনসম্মুখে এক একটা নিমরা বিলাই অথচ আমরা facebook অথবা blog এ ক্ষমতার মিথ্যা হাকজাক দেই না।
(৫)তোমাদের এলার্জি সমস্যা বেশী। লাইক পাওয়ার লোভে মিথ্যা খবর বেশ জাকজমক করে প্রচার করো অথচ আমাদের লাইক পাওয়ার লোভ নাই তাই মিথ্যা খবর প্রচারের প্রশ্নই উঠেনা।
(৬)তোমরা বাদরের মতো আজগুবি pic তুলে নিজেরে হিরো মনে করো অথচ আমরা কখনই আমাদের হিরো মনে করি না।
(৭) তোমরা কপি পেষ্ট করে জীবন বাঁচাও কিন্তু আমরা সৃষ্টি করি কপি পেষ্ট না।
(৮)খালি কলসী নড়ে বেশী তোমাদের উৎকৃষ্ট উদাহারন ভরা কলসী নড়ে কম আমাদের উত্তম উদাহারন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪১
মাহমুদুল করিম লিংকন বলেছেন: