![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিষ্টার ফুয়াদ সাহেবের গাড়িতে কে বা কারা হামলা করেছে ।গাড়িটার গ্লাস ভেঙ্গেছে এতেই তিনি রেগে লাল না হয়ে কালো হয়ে গেছেন।তাইতো খুব বড় গলায় দু চার লাইনের গান বেধেছেন।তুমি ফোয়াদের গাড়িটা যদি পুরোপুরি নষ্ট হয়ে যেত তারপরও তোমার তেমন কোন ক্ষতি হতো না।ফুয়াদের গাড়ি বলে মিডিয়ায় তা নিয়ে কছলাকছলি।অথচ কত সাধারন মানুষ মারা গেলো ,কত গরিবের গাড়ি পুঁড়ে ছাই হলো এই ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়া।কিন্তু তখন মুখে কুলুপ দিয়ে ছিলো ফুয়াদের মত অনেক মিষ্টাররা।নিজের উপর না পরলে কারো মুখ থেকেই সত্য বের হয় না।
১/১১ সময়টা ছিলো সাধারন জনগনের জন্য বাংলাদেশের ৪ যুগের সব চাইতে ভালো সময়।
হায়রে নিরাপত্তা ।তোমার কত ধরন।
আজকাল তুমি ইট বালুর বেশে দিয়ে যাচ্ছো নিরাপত্তা।
হয়তো শুনা যাবে
বিএনপির লোকদের লক্ষ্য করে পিপার স্প্রে ছোড়ে নি পুলিশ, ছুড়েছে মশার স্প্রে।
মশাদের উৎপাত থেকে নিরাপত্তা দেয়ার জন্যে ছোড়া হয়েছে এই স্প্রে।
নিরাপত্তা তুমি বড় অদ্ভুত।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
পড়ে সময় নস্ট