![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশ লাইন স্কুলে যখন ছাত্র ছিলাম তখন একবার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান এসেছিলেন।তিনি তার ভাষনে বলেছিলেন ঘরে ঘরে আমরা শিক্ষিত মানুষ চাই।আজ তিনি বেঁচে থাকলে আমি বলতাম স্যার ঘরে ঘরে শিক্ষিত মানুষ পাওয়া কঠিন তবে ঘরে ঘরে আজ ফটোগ্রাফার,গিটারিষ্ট,এবং জিমারদের বেশ ভালোই ফলন হচ্ছে।
(১) ফটোগ্রাফার :একটা যা তা মডেলের মোবাইল হলেই অনেকে নিজেকে ফটোগ্রাফার ভাবে। ডিএসএলআর হলেতো মাটিতেই পা ফেলতে চায় না।ফটোগ্রাফার হবার সখ ফুটন্ত পানির মত উতরাতে থাকে।বলি ডিএসএলআর দিয়েতো মাশাআল্লাহ নায়ক অনন্ত জলিলকে ছাড়িয়ে গেছো অথচ বাস্তবে তোমরা যে চামচিকা সেটা কি আয়নায় দেখেছো।
(২)গিটারিষ্ট:গান বুঝোক বা না বুঝোক গিটার বাজাতে পারুক বা না পারুক দেখবেন রাস্তায় বাহির হলেই গিটারিষ্টদের ছুটাছুটি।মনে হয় গিটারের শুরে বিশ্ব মাতিয়ে দিবে কিন্তু বাস্তবে ওদের গিটারের আওয়াছে গরু, ছাগলও পালাবে।
হে গিটারিষ্টরা ! লম্বা দাড়ি রাখলেই রবী ঠাকুর কিংবা লম্বা চুল রাখলেই নজরুল হওয়া যায় না তোমাদের ওটা বুঝতে হবে ।
(৩)জিমার: আজ কাল অনেক চুকরাদের আপনি রাস্তায় দেখতে পাবেন যারা আপনার পাশ দিয়া গেলে পাঠার গন্ধের চাইতে ও বিরক্তকর গন্ধ নাকে এসে লাগে।বুঝতে পারতেছেন ওরা কারা।ওরাই হলো জিমার।অর্থ্যাৎ
জিম করে।ঘরে ভাত থাকুক বা না থাকুক ওই সমস্ত পাঠাদের আপনি জিমে ঠিকই দেখবেন।দেখতে পাঠার মত হলেও বাস্তবে ভীতুর ডিম।পাছা মোটা করলেই হাতি হওয়া যায় না।
২| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৪
েজ আলম বলেছেন: যা বলেছেন ভাই!!! কিন্তু এসব বললে তো আপনি সেকলে হয়ে গেলেন চোকরাদের কাছে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫০
কবি আলমগীর গৌরিপুরী বলেছেন: পাছা মোটা করলেই হাতি
হওয়া যায় না।
একেবারেই