![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি এর নেতাকর্মীরা বৈশাখ নিয়া খুব ব্যাস্ত দেখা যাচ্ছে।
একটার পর একটা ফটো নেটে ছাড়তেছে।
ওনাদের নেত্রীকে দেখলাম চমৎকার শাড়ী পরে বৈশাখী শুভেচ্ছা বিলুচ্ছেন।
গতকাল এক বিএনপি কর্মীর সাথে দেখা।জানতে চাইলাম এই ৩ মাস আন্দোলনের নামে জঙ্গিপনা করে দেশের কোন লাভটা করছো।
চট করে বলে দিলো কেনো... ঢাকার নির্বাচন হবে ,এটাই আমাদের আন্দোলনের ফসল।
তখন মন চাইছিলো দুইটা কষে তাপ্পর দিই কিন্তু দিলাম না।
কারন আমি যে সাধারন জনগন।
বলি ওরে স্ট্যাটাসবাজ ৪২০ কর্মীরা তোমাদের অবরোধ, হরতালের কারনে যে মানুষগুলো মারা গেলো,যে প্রাণগুলো এখনো মৃত্যুর সাথে পাণ্ঞা লড়তেছে।যে কচি শিশু চিরকালের মত তার মা, বাপকে হারালো তাদের দায়বার তোদের নেতা নেত্রী নেয় না কেনো।
আমাদের দোষ কম না আমরা বারবার এর না হয় ওর পক্ষেই থাকি।বিনিময়ে ওরা আনন্দ করে আমাদের লাশের উপর।
বাংলাদেশের প্রতিটা দল তাদের ব্যাক্তি স্বার্থে কাজ করে সাধারন জনগন দাবার গুটি।
এইদেশে অভিজিতের হত্যা পিছনেও রাজনীতি আছে বলে মনে করি।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
ডিজ৪০৩ বলেছেন: মানুষ নিষিদ্ধ জিনিস বেশি পছন্দ করেন , তাই ঐসব হিংসাত্মক মানুষের প্রতি বেশি টান। ভাই মনে রাখেন , আজ হয়ত আপনার কেউ ঐ আগুনে মারা যায় নাই , কিন্তু একদিন যদি আপনার ক্ষেত্রে এটা হয় তখন কেমন হবে বুঝবেন!