![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই যখন লিখায় মগ্ন আমি তখন স্থির
কলম যে মোর ছুটতে চায় না লিখতে এমন চির।
দেখে দেখে লিখছে কতো পাশ করিবার জন্য
সেই স্বভাব নেই যে আমার তাইতো আমি ভিন্ন।
নকল করে গোপালবাবু আমার পাশে বসে
বাধাঁ দেয়ার সাধ্য যে নাই দেশতো ওদের পোষে।
স্যারকে দেখে মনে হলো সদ্ধ ভেঙ্গেছে ঘুম
দৃষ্টি তাহার ছাত্রীপালে হলটা তখন নিঝুম।
আমার মতো আমার বন্ধু অল্প দূরে বসা
তার সামনে চুটকি মেয়ে ভাব দেখাচ্ছে খাসা।
বন্ধু যে চায় বলতে কথা ওতো চায় না বলতে
পিপারেশন খুব ভালো ভাই তাইতো আগুন জ্বলসে।
চুটকি প্রশ্ন পেয়ে হাতের মাঝে মুখ করিলো বাঁকা
যা পড়েছে নেই যে তাতে খেলো দারুন ঝাকা।
পিছন ফিরে তাকিয়ে চুটকি মিষ্টি হেঁসে বলে
ওগো তুমি দেখাও মোরে নয়ন ভরেছে জলে।
এই রকম একটি কবিতা পরিক্ষার হলে গতকাল জব্দ হয়েছিলো।
কিন্তু কবি জীবিত থাকায় আবার কলম হাতে নিলেন।
বাকী লাইনে অনেক বন্ধুদের নাম উল্লেখ থাকায় পুরাটা দিলাম না।
০৭ ই মে, ২০১৫ রাত ১১:১৭
আজিম পরদেশী বলেছেন: আপনি হয়তো বড় মাপের কবি হবেন তাই আপনার ভালো লাগে নাই।তবে ভাই আমার মত সাধারন মানুষের কাছে এর মূল্য অনেক।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৫ রাত ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
এটাও কি কবিতা?