![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবে আমরা মানুষ হবো
নিজের পাপের সাজা কবে নিজের হাতে দিবো।।
মুখোশ পরে এই সমাজে নীতির দোহাই দিচ্ছে যারা
বোবার মত দাড়িয়ে থেকে তাদের বয়ান শুনছি মোরা
পাপের ভাগী অহনিশি হতে হতে মাথা ন্যাড়া
আজও কি ভাই থাকবি চুপ বিবেক কি তোর দেয়না সাড়া।
বঞ্চিতরা জাগরে দেখি এবার প্রতিশোধটা নিবো।।
সাধু সেজে যোগী বেশে হরহামেশা সুখী তারা
নিতিবাক্য সদায় মুখে আইনের দোহাই দিচ্ছে যারা
রক্ষক হয়ে ভক্ষন করে দেখিয়ে আইনের ফাঁক ফুকরা
ঘুমিয়ে থাকিস নারে শোষিত রাজপথে নেমে দেনা নাড়া
উতাল পাতাল ঢেউ তুলে আজ অপরাধীদের ভাসিয়ে দিবো।।
নরপশুদের কালো ছায়ায় জাতি যখন আঙ্গারা
শীতল করে এমন পানি পায়না যখন শোষিতরা
নিজের ঘামকে পুন্জি করে রাজপথে আজ বঞ্চিতরা
সকল খুনের বদলা নিবো দিয়ে তাজা রক্তধারা
ওদের ফাঁসি হলেই কেবল আমরা ফিরে ঘরে যাবো।।
কবে আমরা মানুষ হবো
নিজের পাপের সাজা কবে নিজের হাতে দিবো।।
(নিরিহ বালক রাজন স্বরণে )
©somewhere in net ltd.