নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃত-ভাবুক

নিভৃত-ভাবুক › বিস্তারিত পোস্টঃ

আত্নবিশ্বাসের জয়গান

০৮ ই মে, ২০১৫ রাত ২:১৬

ঝাটা দিয়ে ঝেটিয়ে দে বেটাকে । কথাটা যে কারো অন্তরে আঘাত দেবে এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবতা তো এটাই। কথাটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয় বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। ঘর-বাড়ি, আসবাবপত্র, উঠান যেখানেই ময়লা জমুক না কেন মানুষ তা ঝেটিয়ে ফেলে দেওয়ার মাঝেই স্বস্তি খুজে পাই । শাস্ত্রে আছে পরিচ্ছন্নতাই ঈমানের অঙগ। আর ধুলা ময়লা তো স্বাস্হ্যের জন্য ক্ষতিকরই বটে। তেমনিভাবে সমাজের হতাশ, অকর্মন্য, উদ্দেশ্যহীন মানুষগুলো সে সমাজের ঝুটা/ময়লা ছাড়া আর কিছুই নয়!!! আজ হোক কাল হোক সমাজ তাদেরকে পরিত্যাগ করবেই। কথাটি পৃথিবীর সকল যুগের সকল সমাজের সকল মানুষের জন্য সমান ভাবে প্রযোজ্য। তাই নিজেকে একজন আশাবাদী, আত্নবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজের উদ্দেশ্য, স্বপ্ন হতে হবে স্বচ্ছ এবং তা বাস্তবায়নের জন্য থাকতে হবে দৃড় ইচ্ছাশক্তি, যা সাইক্লোন কিংবা প্রবল বন্যার আঘাতেও থাকবে দৃড়, অনড়, অবিচল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.