![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ! একটি আপেক্ষিক বিষয়। পৃথিবীতে প্রকৃত সুখী কারা এ প্রশ্নের নিশ্চিন্ত জবাব হল জীব-জন্তু, পশু-পাখি । যদি জানতে চাওয়া হয় এ কথার পিছনে যুক্তি কি? তবে সোজা সাপ্টা উত্তর হলো তারা অবলা/বিবেকহীন। এসব অবলা প্রানী খায়-দায় কেউ আবার জাবরও কাটে এরপর জম্পেশ একটা ঘুম। কিন্ত মানুষ! বিবেক-বুদ্ধি সম্পন্ন সৃষ্টির সেরা জীব, তারা না শান্তিতে খেতে পারে আর না শান্তিতে ঘুমাতে পারে। কেউ হয়ত অপরের সাফল্য দেখে হিংসায় পুড়ছে, আবার কেউ ভাত না পেয়ে ক্ষুধার জ্বালায় ধুকছে, কেউ অতিভোজনে পেটের পিড়ায় ভুগছে, কেউ ব্যর্থতার হতাশায় নিভৃতে নিঃশেষ হচ্ছে, আবার কেউবা ভুগছে খ্যাতির বিড়ম্বনায়, হয়ত কারো রাতে ঘুম আসে না সমাজকল্যানের অভিপ্রায়ে কেউবা ঘর্মাক্ত মানবতার মুক্তির জয়গানে। সত্যি প্রতিটি মানুষই চিন্তিত, সচেতন কিংবা অবচেতনভাবে। তবে আমি তাদেরকে মুবারকবাদ জানাই যারা আমি আমির বিড়ম্বনায় না ভুগে আমরাই জয়গান তুলে। কারন আমরাই পারি সমাজটাকে অশান্তির গ্লানি থেকে মুক্তি দিতে। আমরাই পারি সমাজে শান্তির ফাল্গুধারা বইয়ে দিতে। জানি আমরা সংকল্পে অটুট থাকলে দমকা হাওয়ায় লালিত বিশ্বাস টুটে যাবেনা, যাবার নয়। সাফল্য একদিন আমাদের মুঠি তলে ধরা দিবেই দিবে।
©somewhere in net ltd.