![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুম্বক অংশঃ লালবাগ কেল্লায়/সাধারণ পার্কে পুরুষরা যেভাবে স্বাধীন ভাবে ব্যায়াম করতে পারে নারীরা সেভাবে পারে না। পুরুষরা হাত-পায়ের বিভিন্ন কসরত করে, দৌড়ায় তাতে কোন সমস্যা নেই কিন্ত যখনই কোন নারী দৌড়ায় কিংবা হাত-পায়ের কসরত করে তখন পুরুষদের ব্যায়াম করা মাথায় উঠে অর্থাৎ তারা কমনীয় নারী দেহের বিভিন্ন অঙ্গের ওঠানামার দিকে কামুক দৃষ্টিতে চেয়ে থাকে।
স্বাস্হ্য মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। স্বাস্হ্যই সকল সুখের মূল। এমন নানাবিধ কথা প্রচলিত রয়েছে চিকিৎসা মহলে । কথাগুলো যথার্থই। কিন্তু প্রশ্নটা অন্যখানে তা হলো স্বাস্হ্য রক্ষার মিশনে যে ব্যায়াম প্রয়োজন তা কি পুরুষ-মহিলা উভয়ের জন্য সমান? এর উত্তর কিন্তু হ্যা সূচক আসবে নিঃসন্দেহে, কিন্ত বাস্তবতা ভিন্ন।
কিছুদিন আগে লালবাগ কেল্লায় গিয়েছিলাম ব্যায়াম করার জন্য , সেখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই যায় মর্নিং ওয়ার্ক বা ব্যায়াম করার জন্য। কিন্ত আমি প্রতক্ষ করলাম যে, পুরুষরা যেভাবে স্বাধীন ভাবে ব্যায়াম করতে পারে নারীরা সেভাবে পারে না। পুরুষরা হাত-পায়ের বিভিন্ন কসরত করে, দৌড়ায় তাতে কোন সমস্যা নেই কিন্ত যখনই কোন নারী দৌড়ায় কিংবা হাত-পায়ের কসরত করে তখন পুরুষদের ব্যায়াম করা মাথায় উঠে অর্থাৎ তারা কমনীয় নারী দেহের বিভিন্ন অঙ্গের ওঠানামার দিকে কামুক দৃষ্টিতে চেয়ে থাকে।
এই কামভাব পুরুষদের সহজাত স্বভাব । ৯৫% পুরুষই নারীর সংস্পর্শে তার নৈতিকতা ধরে রাখাতে পারে না। হয়ত শুনতে খারাপ লাগছে কিন্তু বাস্তবতা এটাই যা একটি জরিপের ফলাফল, আর ইসলাম তো এ ব্যপারে দিয়েছে বাস্তব সমাধান। যা হোক এত কথা বলার পিছনে মূল কারন হল, নারীকেও সুযোগ তৈরি করে দিতে হবে স্বাধীন ভাবে ব্যায়াম করার কারন সুস্থ নারী মানেই সুস্হ সন্তান, সুস্হ সমাজ, সুস্হ জাতি । আর সমাজের একটি অংশকে অবহেলা করে কোন জাতির উন্নয়ন সম্ভব নয়।
১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৪
নিভৃত-ভাবুক বলেছেন: ১০০% সঠিক বলেছেন। বিশেষ করে মা হওয়ার পর মেয়েরা দ্রুত মুটিয়ে যায়। ফলে স্বামীরা তার স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে, আর এ কারণে তারা পরনারীতে আসক্ত হয়ে পড়ে। যেখান থেকে জন্ম নেয় পরকিয়ার মতো ভয়ানক ব্যাধি।
২| ১৯ শে মে, ২০১৫ রাত ১:০৬
প্রামানিক বলেছেন: কথা সত্য। ধন্যবাদ
১৯ শে মে, ২০১৫ রাত ১:৩৪
নিভৃত-ভাবুক বলেছেন: আপনাদের প্রেরণাই আমাকে লেখার শক্তি যোগাবে,ধন্যবাদ।
৩| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:২৮
বঙ্গতনয় বলেছেন: এগিয়ে যাও হে নবীন লেখক
২০ শে মে, ২০১৫ বিকাল ৪:১৮
নিভৃত-ভাবুক বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৫৩
আরজু পনি বলেছেন:
খুব দরকারী একটা প্রসঙ্গে লিখেছেন। স্বাস্থ্য সুরক্ষা নারী পুরুষ উভয়ের জন্যেই দরকার ।
১৯ শে মে, ২০১৫ রাত ৮:১১
নিভৃত-ভাবুক বলেছেন: ধন্যবাদ, তবে এ বিষয়টা নিয়ে আমাদেেরই এগিয়ে যেতে হবে। সমাজে সচেতনতা সৃষ্টি করতে নাা পরলে আমাদের এ প্রত্যাশা শুধু লেখার মাঝেই সিমাবদ্ধ থেকে যাবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫
কানাই স্যার বলেছেন: ভাল বলেছেন। মেয়েরা বেশির ভাগ সময় ঘরে থাকার কারণে মেদবহুল হয়। গৃহ বধুরা পরিণামে অল্প বয়সে আইবুড়ো হয় চেহারায়। এই চেহারার সৌন্দর্য ধরে রাখা কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের বেশি দরকার। কি বলেন??