নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃত-ভাবুক

নিভৃত-ভাবুক › বিস্তারিত পোস্টঃ

রোবট নয় ওদেরকে মানুষ হিসেবে বাঁচার সুযোগ দিন!!!

২৭ শে মে, ২০১৫ রাত ১০:১৯

বাবা/আম্মা বড় হয়ে কি হতে চাও? ছোট্ট শিশু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে!! সে তো শুধু খেলতে আর কার্টুন দেখতে ভালোবাসে এসব বড় হওয়া-টওয়া তার মাথায় আসে না। কিন্তু চুপ করে থাকলে কি আর রক্ষা আছে!! পুঁজিবাদী সমাজ বলে কথা! অন্য সব ছেলে-মেয়েরা যেখানে রাতদিন বাবা-মার শেখানো বুলি আওড়াতে থাকে ডাক্তার হবো, ইঞিনিয়ার হবো, জর্জ, ব্যারিষ্টার, আরও কত কি যে তারা হতে চাই তার কোন ইয়ত্তা নেই, যেন মানুষ নয় একেকটা রোবট। এভাবে অঙ্কুরেই আমাদের ভবিষ্যৎ কর্ণধারদের মাঝে সৃজনশীলতার কবর রচিত হয়। ছোট বেলা থেকে তারা ধার করা বিদ্যা ছাড়া আর কিছুই অর্জন করতে শেখে না। বর্তমানে তো সমাজে ভয়াবহ অবস্থা বিরাজ করছে বাবা-মায়েরা টাকার জোরে তাদের সন্তানদেরকে সব বিষয়ে পারদর্শী হিসেবে গড়ে তুলতে চায়। কিন্তু একজন মানুষের পক্ষে একই সাথে সর্ব বিষয়ে পারদর্শী হয়ে ওঠা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তাই পিতা-মাতা ও চারপাশের শুভাকাংখীদের উচিৎ একটি শিশু যাতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, সে যেন মানুষকে মানুষ হিসেবেই ভাবতে শেখে, সমগ্র দেশ-বিদেশের পরিচিত-অপরিচিত সকলকে যেন নিজ পরিবার ভুক্ত ভাবতে পারে সেই শিক্ষা দেওয়া। তবেই প্রতিটি শিশু বিশ্বমানের হয়ে উঠবে, বেরিয়ে আসতে পারবে কুপমন্ডুকতার অভিশাপ থেকে, গড়ে নিতে পারবে নিজ নিজ কর্মক্ষেত্র, যেখানে শত শত হতাশ যুবক-যুবতী খুজে পাবে আপন পথের দিশা। সৃজনশীলতার এমন জয়জয়কার দেখে ধরাবাধা জীবন-যাপন কারী অভিভাবকরা “থ” হয়ে চেয়ে থাকবে আর মনে মনে ভাবতে থাকবে এও কি সম্ভব!! তখনই আমরা একটি বিশ্বমানের সমাজ, বিশ্বমানের জাতি আশা করতে পারব, যাদের মাধ্যমে আমাদের দেশের নাম ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী, তখন আর কোন সরকারকে ব্যক্তিগত ভাবে দেশর উন্নয়ন নিয়ে মাথা ঘামাতে হবে না, বরং সমগ্র বিশ্ব অবাক বিষ্ময়ে চেয়ে থাকবে আমাদের দেশের দিকে আমাদের কর্ণধার তরুণ-তরুনীদের দিকে। কল্পনায় নয় বাস্তবেই একদিন সেইদিনগুলি আমাদের চোখের সামনে উদ্ভাসিত হবে!! সেই আশায় বুক বাধলাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৫ রাত ১১:৩২

বিলোয় বলেছেন: ঠিক আছে ইনশা আল্লাহ

২৭ শে মে, ২০১৫ রাত ১১:৪৭

নিভৃত-ভাবুক বলেছেন: ধন্যবাদ, এই কর্ম সাধনে আমাদের হাতে হাত রেখে এগিেয়ে যেতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.