নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযর্ন্ত সংগ্রাম কর

মানুষ আজি০৯

মানুষ আজি০৯ › বিস্তারিত পোস্টঃ

didn\'t have you love !

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩



" নৌকোখানা বাধাঁ আমার মধ্যিখানের গাঙ্গে,
আস্তরবির কাছে নয়ন কি যেন ধান মাঙ্গে "

-কি গো মানুষ মাঝি হলে কবে?
-সেই কবে থেকেই তো হয়ে আছি ।
-কিসের মাঝি গঙ্গাপাড়ের ?
-গঙ্গা !
-জীবন মাঝি?
-হৃদয়পুরের ।
-যেখানে হৃদয় চাষ হয় ? সে তো জমিন , তুমি জানো না ?
-সব নৌকো চালাতে জল লাগে বুঝি?
-তা লাগে না ।
-শীত তো এসে গেল ! এত উদাস্তু পাতারা পথ ছিটিয়ে আছে দেখে মনে হয় হেমন্ত এসে গেছে !
-হেমন্ত এখনো আসেনি?
-ঐ যে হৃদয়পুরে ।
-আর কি কি চেয়েছিলে?
-ঐতো মৌসুমিফুল শুধু ।
-ঘেটুফুল ?
-হুম, জানো আমাদের পাড়ার চালতাবন তলায় এখনো একরাশ ঘেটু ফুল ফুটে ! কখনো গেলে , ইচ্ছেমত ঘ্রার্ণ নিই কিন্তু কি জানো আগের মত মিষ্টিস্বাদ বুঝি কমে গেল !
-ওটা সময়ের ব্যবধান !
-সময় ?
-হুম ।
-সে তো পদ্মপাতাঁর জল ।
-আচ্ছা মানুষ আমার সাথে প্রেম করবে?
-প্রেম?
-হুম
-তুমি তো শুধু প্রেমটাই করবে ! ভালোতো বাসবে না ?
-ভালোবাসা ?
-হুম ।
-সে কত আগেই তো , চলে গেছে ।
-কিন্তু এই যে টিকে থাকা?
-আছি শুধু !
-প্রেরণা ছাড়া বাচাঁ যায় ?
-প্রেরণা ক্ষতিপুরন শুধু ।
-তো কি করবে এখন?
-ঘুমুও গিয়ে ! পৃথিবীর আলো সব-সময়ই যাতনার ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.