| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন কলেজে পড়ি পাশের বাসার বাদল কাকার মেয়েকে খুব ভালো লাগতো , আসলে ভালোলাগা বলতে ওর শরীরটাই সারাক্ষন কল্পনা করতাম । ওকে কখন নির্জন পাবো এই চিন্তাই করতাম , মা বাড়িতে না থাকলে ও এসে আমাদের রান্না করে দিয়ে যায় একদিন তাই হলো, ও আসলো আর আমি সারাক্ষন ওকে সারাক্ষন নজরে নজরে রাখলাম , আমার রুমে কি কাজে জানি ঢুকেছিল আর আমি সঙ্গে সঙ্গে দরজাবন্ধ করে দিলাম । ও বললো , এ কি করছো তুমি ? তুমি আমাকে কলংঙ্কিনি করবে ? লোক জানবে , আমাকে সমাজ থেকে বিচ্যুতি করবে , ও কাজ করো না প্লিজ, তোমার মা আজ নেই দেখেইতো তোমাদের কাজ করতে এলাম । এরপর ওকে অনেকক্ষন জোরাজুরি করলাম , ও এতটাই একরোখাছিল ও, যে কিছুইতেই রাজি হচ্ছিলো না তারপর খুব জোর করে কোলে বসিয়ে দু'টো চুমুখেয়ে ছেড়েদিলাম । তখন থেকেই ওর প্রতি খুব জিত চেপেছিল , ওকে কোথাও দেখলেই রেগে যেতাম , নানা মিথ্যা কথা ওর নামে রটিয়ে বেড়াতাম , ওর বিয়ের প্রস্তাব এলে মানুষ লাগিয়ে ভেঙ্গে দিতাম , পাত্র পক্ষকে বলে দিতাম ওর চরিত্র ভালো নয়-আগেও ওর বিয়ে হয়েছিল ইত্যাদি ইত্যাদি । অন্য কেউ টের না পেলেও ও টের পেয়েছিল ওসব আমি করাচ্ছি । একদিন এক সন্ধ্যারাত্রিরে আমার ঘরে ও এসে হাজির , এসেই প্রশ্ন- মানুষদা এ কি ঠিক হচ্ছে ?
আমিঃ আমি আবার কি করলাম ?
ওঃ তুমি জানো না কি করছো ?
আমিঃ কি করছি ?
ওঃ আচ্ছা কি চাও তুমি বলতো ?
আমিঃ না না কিছু না ।
ওঃ তো, এসব করাচ্ছো কেন?
আমিঃ আমি না ।
ওঃ বুঝি না , বুঝেছো ?
আমিঃ ফালতু কথা বলবি না, প্রমান দিতে পারবি ?
ওঃ প্রমান দিতে পারবো না , শুধু তোমাকে দেখচি মানুষ কতটা বাজে এবং লোভী হতে পারে ।
আমিঃ আমি না , মিথ্যা বলিস না ।
ওঃ বিয়ে করতে পারবে আমাকে ? জানি করবে নাতো ! যা চেয়ে পাওনি সেই ক্ষোপ থেকেই এগুলো করছো ।
আমি নিশ্চুপ ।
ওঃ আমি আর আসবো না , এরপর যদি এমন করো , এই দেখ আমি বিষ নিয়ে এসেছি( হাত খুলে ও দেখালো), তোমার ঘরে এসে বিষ খেয়ে মরে যাবো , সবাইকে বলে দিব তোমার কুমতলবের কথা । এই বলে , চলে গেল , আমি আর ভয়ে ওকে নাড়াইনি , সত্যিই যদি মরে যায়!তবে ওর সাথে সারাজীবনের সম্পর্ক আমার চুকে গেছে , ওদের বাসার সবাই আমাদের বাসায়, আমাদের বাসার সবাই ওদের বাসায় আসা যাও কারে কিন্তু আমাদের দন্ধ ,ঘাত ,ক্ষোপ,পিপাসা,লালসা,হিংস্রতা,লোভ দুর হয়নি শত আনন্দঘন পরিবেশের মধ্যও ওকে দেখলে মনটা তিথিয়ে যায় , যৌর্নপিপাসা কখন যে ভালোবাসাররুপ নিয়েছিল ওকে বলতে পারিনি আর বললেও ও বিশ্বাস করতো না , ও খুব শক্তমনের একবার বিশ্বাস ভাঙ্গলে ওর সব কিছুই যেন চৌচির ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
মানুষ আজি০৯ বলেছেন: ঠিক ব্রো
২|
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: ভালো
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯
তপোবণ বলেছেন: লেখা অল্প, কিন্তু তবুও মনে হলো অনেক কিছু পড়ে ফেললাম। জীবনের গল্প গুলি বোধহয় এমনই হয়। সংক্ষেপে গল্পটা ফুরিয়ে যায় কিন্তু এর রেশটা থেকেই যায় পুরো জীবনের জন্য।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
মানুষ আজি০৯ বলেছেন: ধন্যবাদ ব্রো
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৩
একজন সত্যিকার হিমু বলেছেন: আপনার অবদমিত যৌন স্পৃহা এতো চমত্কার একটা ভালবাসাকে শেষ করে দিয়েছে