নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংস্কৃতি সমাজ প্রগতি

একদিন-প্রতিদিন

আজিজুল পারভেজ

বাংলাভাষার একটি শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিক। সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই-এ সত্যে আস্থাশীল।

আজিজুল পারভেজ › বিস্তারিত পোস্টঃ

রাজাকারদের নতুন অপপ্রচার, শাহবাগে তসলিমা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

রাজাকারদের নতুন অপপ্রচার, শাহবাগের সাথে তসলিমাকে জড়ানো হচ্ছে।

এক মিথ্যেবাদী, প্রতারক অপপ্রচার শুরু করেছে, তসলিমা নাসরীন নাকি শাহবাগে সমরথন জানাতে এসেছে।

এটা মিথ্যা অপপ্রচার। রাজাকারপন্থীরা ধরমীয় সুড়সুড়ি দিয়ে মানুষকে ক্ষেপানোর অপচেষ্টা চালাচ্ছে। এই মিথ্যেবাদী, প্রতারকদের থেকে সবাই সাবধান। তসলিমা নাসরীনের উপর নিষেধাজ্ঞা বহাল আছে। সে বাংলাদেশে ঢুকলে তাকে আটক করা হবে।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: সে বাংলাদেশে ঢুকলে তাকে আটক করা হবে। মাফ নাই ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: সামুতেই শুরু করছে অপপ্রচার। ধুর !

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

শারদ শিশির (এ.বাংলাদেশী) বলেছেন: ভাই আমি এখনো এই ব্লগে নিরাপদ নই।তাই চুপ করে পড়ে চলে গেলাম মন্তব্য ছাড়াই।ভাল থাকুন ভালবাসায়।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

জানা বলেছেন:

যে কোন ধরণের অপপ্রচার রুখতে সোচ্চার থাকুন, যূথবদ্ধ থাকুন। সেটা অনলাইন অফলাইন যেখানেই হোক না কেন। যুদ্ধাপরাধীদের বিচারে সর্বোচ্চ শাস্তি রুখতে 'ওরা' এখন নানান নোংরা পথ অবলম্বন করছে। দিশেহারা হয়ে গেছে। এদের রুখতে একত্র থাকুন।

সত্যের জয় হবেই।
তারুণ্যের জয় হবেই।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

জানা বলেছেন:

এটাও মনে রাখুন, অপপ্রচারের প্রশ্নে আমরা ঘরে বাইরে কোথাও কাউকে ছাড় দেবনা। বিষয়টি খুব পরিষ্কার।

ধন্যবাদ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

শরিফুল ইসলাম লিংকন বলেছেন: দেশটা গুজবে খাইয়া দিছে। বাঙ্গালী লাল পঁয়সার পিছনে ঘুরতে ঘুরতে মাতাল হইয়া গেছে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

যোগী বলেছেন: আমারতো মনে হয় জামাত-শিবির আর তাদের দোসোর ছাড়া যে কেও শাহবাগ আন্দোলনে সংহতি প্রকাশ করার অধীকার রাখে। হোক সে হিন্দু মুসলীম, কুলি, মজুর, বেশ্যা কিংবা পতিতা।


জানা ম্যাম, মডু আমার র্নিরদোষ পোষ্ট মুছে দিছে যেটা মোটেও অপপ্রচার ছিলোনা।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

আফিফা মারজানা বলেছেন: লিংকন @আপনার পোস্ট ড্রাফটা করে গান গাইতে এসেছেন ।আপনারে ব্যন দরকার

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

বিডি আইডল বলেছেন: তসলিমা নাসরিনের উপর কোন নিষেধাজ্ঞা নেই এবং তাকে আটক করার মত কোন আইনগত কারণও নেই। তার বাংলাদেশী পাসপোর্টের মেয়াদ নেই, তাই নতুন পাসপোর্ট ছাড়া তিনি এই দেশে ঢুকতে পারবেন না।

ছাগুদের গদামের পাশাপাশি মিথ্যা বা অতিরন্জিত সত্য পরিবেশন থেকেও বিরত থাকুন

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

লালবািত বলেছেন: নব্য তাসলিমাদেরকে বিচার কি হবে?

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

শরিফুল ইসলাম লিংকন বলেছেন: |-) |-) |-) এই কান ধরছি...........জীবনেও আর মিথ্যা কথা লিখবো না। আজ আমার জন্যই তসলিমা নাসরিন নিয়ে এত কথা হচ্ছে!!!!!!
সবার কাছে ...........sorry @আফিফা মারজানা |-) |-) |-) |-) |-)

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

শরিফুল ইসলাম লিংকন বলেছেন: |-) |-) |-) এই কান ধরছি...........জীবনেও আর মিথ্যা কথা লিখবো না। আজ আমার জন্যই তসলিমা নাসরিন নিয়ে এত কথা হচ্ছে!!!!!!
সবার কাছে ...........sorry @আফিফা মারজানা |-) |-) |-) |-) |-)

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

আজিজুল পারভেজ বলেছেন: সত্য উপলব্দীর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.