![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় কি বোর্ড দিয়েই লিখুন বাংলা। বিজয় বায়ান্ন তে ইউনিকোড সুবিধা আছে। আপনি এটি ইনসটল করে চাপুন ctrl+Alt+V এবার আপনি ইচ্ছামত আপনার ওয়েব পেজে, জিমইলে যেখানে খুশি বাংলায় লিখতে পারেন। ইউনিকোড লেখাটি দেখতে সুন্দর করতে ফায়ার ফক্সের tools>option>content থেকে ডিফল্ট ফন্ট সোলাইমান লিপি করে দেন। advance থেকে propotional বাদে সকল জায়গায় সোলাইমানলিপি সিলেক্ট করে দেন তাহলে বাংলার আউটলুক সুন্দর দেখাবে। তবে তার আগে সোলাইমানলিপি ফন্টটি ডাওনলোড করে সি ড্রাইভের উনইডোজের ফন্ট ডিরেক্টরিতে পেস্ট করে দেবেন।
২| ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫
জামাল ঊদ্দিন বলেছেন: অভ্র ইউজ করেন। ইউনিকোড ত আছেই , বিজয় , ইউনিজয় আছে। সাথে আবার ফোনেটিক ও আছে। ফোনেটিক টা তো আমার কাছে চরম লাগছে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাওনলোড করেন।
http://www.omicronlab.com/
৩| ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৫
ত্রিমাত্রিক বলেছেন: বিজয় বাদ দিয়া অভ্র ধরেন।
৪| ০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
সাধারণমানুষ বলেছেন: ত্রিমাত্রিক বলেছেন: বিজয় বাদ দিয়া অভ্র ধরেন।
৫| ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৮
রবিনহুড বলেছেন: বিজয় বায়ান্ন মিডিয়া ফায়ারে দেন আমারা নামাইয়া ব্যবহার করে দেখি।
৬| ১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৮
শেখ মিঠুন বলেছেন: [email protected]
২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
অগ্রজ বলেছেন: ধন্যবাদ মিঠুন ভাই
৭| ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
অসীম পাল বলেছেন: বিজয় বায়ান্ন নাই। কি করি?
৮| ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫১
অগ্রজ বলেছেন: এখান থেকে অভ্র ডাউনলোড করুন
৯| ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
অগ্রজ বলেছেন: সমস্যা হলে জানাবেন। লাইনেই আছি
১০| ২১ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০০
সৈয়দ নূর কামাল বলেছেন: ইউনিকোডে লিখতে অভ্রের চাইতে ভালো কোন সফট ওয়্যার আছে বলে মনে হয়না।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৭
মন মানে না বলেছেন: লিংক দেন ।