![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।
উঁচু নিচু স্রোতের মাঝে কেটে চলা
জীবন তরীতে এই তো পথচলা।
সব ভূলে যখন নতুন গান ধরি
ঠিক তখনই মাঝপথে এসে ডুবে যায় তরী।
.
কনকনে শীতে হাতড়ে বেড়াই তীর
মনে পড়ে উপদেশ,
জীবনের হিসাব নিকাশ বড়ই গভীর।
উজ্জ্বল আলোকচ্ছটার তীব্র ঝলসানি
দূর থেকে মহাকাল মৃদু হেসে দেয় হাতছানি।
.
অনুনয় করে মহাকালকে বলি
ছেড়ে দাও এবার হবোই ভালো
উত্তর আসে,
ভালো হবার ধোঁকা দিয়ে আর কত কাল?
পুনরাবৃত্তি করা এসব অযুহাতের নেই কোন হাল।
©somewhere in net ltd.