নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে ছায়া, অন্ধকার আমার প্রিয়।

বাহাউদ্দিন আবির

অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।

বাহাউদ্দিন আবির › বিস্তারিত পোস্টঃ

আমরা আইনের শাসন চাই; এই মিথ্যেটা এবার বন্ধ করো

২২ শে জুলাই, ২০১৯ রাত ২:০৫

এইসব লোকগুলাই নাকি আবার আইনের শাসন চায়
অথছ তারা ধর্ষককে ক্রসফায়ারে মারতে চায়
নিজের মতের বিপক্ষের ক্রসফায়ারে উল্লাসিত অভিনন্দন জানায়
অথছ তারা ছেলেধরা নামে এক নিরীহকে মারতে যায়
অথছ তারা অনলাইনেই যে কারো চরিত্রের অযাচিত পোস্টমর্টেম বানায়
অথছ এইসব লোকগুলাই আবার আইনের শাসন চায়।

তারা কুপিয়ে হত্যাকারীর জবানবন্দী নিয়ে কথা বলেনা
স্ত্রীর ভিডিও ভাইরালের আগ পিছের ঘটনার ধারধারেনা
গুজব ছড়ানো প্রতিযোগিতায় কাউকে ছাড় দেয়না
অথছ এইসব লোকগুলাই আইনের শাসন চায়।

দেশের বিরুদ্ধে মিথ্যে নালিশ করা ব্যক্তির বিরুদ্ধে আওয়াজ মিয়ম্রান
সরাসরি পারছে না তাই এদিক ওদিক কথা ঘুরিয়ে টপিক লুকান।

নামাজ শিক্ষা ফাজায়েল আমল এখন (র‌্যাব ৬-যশোর ক্যাম্প এর কাছে) জঙ্গি বই
তবে সাধারন ধর্মপ্রানরা এবার যাবে কই?
জঙ্গি ধরার, ধরে আইনের আশ্রয় নিক
অযৌক্তিক কাজ করলে কে বলবে তারা সঠিক?



কথা নাই বার্তা নাই ইচ্ছা মতো ধরো, মারো, কাটো, নিজের ইচ্ছেমতো মন্তব্য করো
আইনের বদলে ইউটিউবার ফেসবুকারকে আইনের রক্ষক যখন ধরো
তোমরাই আাবার আইনের পাশ কাটায়া মোরাল পুলিশিংরে জাস্টিফাই করতে স্লোগান মারো


তাই বলতে চাই
আমরা আইনের শাসন চাই; এই মিথ্যেটা এবার বন্ধ করো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগের ১ম পাতায়, মাত্র একটা পোষ্ট দেয়াই নিয়ম।

২| ২২ শে জুলাই, ২০১৯ সকাল ৮:৪৪

রাজীব নুর বলেছেন: কিছু কিছু ঘটনার বিচার হয়, তবে বেশির ভাগ ঘটনার বিচার হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.