নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে ছায়া, অন্ধকার আমার প্রিয়।

বাহাউদ্দিন আবির

অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।

বাহাউদ্দিন আবির › বিস্তারিত পোস্টঃ

শরীরগ্রাসী ভালোবাসা

৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০১

শরীরগ্রাসী ভালোবাসা
____বাহাউদ্দিন আবির

দিয়েছি মন,নিয়েছ শরীর
চেয়েছি প্রেম, দিয়েছ ঐশ্বর্য্য।
লাগিয়েছি কাজল, দিয়েছ নোনা পানি
ঠোঁটে ছিল রক্তিম হাঁসি,সেঁটে দিয়েছ বিশ্রী দাসী

চোখের গভীরে দিয়েছিলাম ঝাঁপ
তখনই কেড়ে নিয়েছ বৈধ সকল আলাপ।
চেয়েছি সংসার, দিয়েছ ধিক্কার
ছিলাম বাংলার কাব্যিক মায়া
বানিয়েছো ওয়েস্টার্ন ছায়া।
.
.
এত পরিবর্তন,এত ভালোবাসী
বিনিময়ে বানিয়েছ ভদ্র পল্লীর বৈধ সর্বনাশী
ফিরেছে হুশ, কেটেছে নেশা
চোখ খুলে দেখি ঘরে ফিরবার নেই আশা।
এত কথা,এত স্বপ্নিল মায়াজালের বিশ্বাস
সবই ছিল শরীরগ্রাসী ভালোবাসার গরম নিঃশ্বাস।
৩০/১০/২০১৬

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: কবিতা বাস্তবতা নিয়ে লেখা।
শুরুতেই আবার কবিতার নাম এবং আপনার নাম দেয়ার দরকার নেই। আপনার ব্লগে এসেই তো পড়ছি। আর শিরোনাম তো উপরেই দেয়া আছে।
ভালো থাকুন, শুভ কামনা রইল।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৮

কিরমানী লিটন বলেছেন: ভালো লাগলো- চমৎকার.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.