নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে ছায়া, অন্ধকার আমার প্রিয়।

বাহাউদ্দিন আবির

অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।

বাহাউদ্দিন আবির › বিস্তারিত পোস্টঃ

পাপের প্রায়শ্চিত্ত করা ভুলের নমুনায় চেয়েছি

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪০

তোমাকে দেখার পর চুমু খাবার তেয়াস আর পায়না এখন
মনে পড়েনা নদীর ঢেউ খেলা বাঁক কিংবা মাধবীলতার সৌন্দর্যের বিবরণ
মনে পড়েনা চঞ্চলা হরীনির কথা
কিংবা কাজল কালো কোন সমুদ্রের গভীরতা।
ভালোবাসা শুষে নিয়েছে ব্যাকুলতা।

তোমায় দেখলে মনে হয়না কোলাহল ছেড়ে নির্জনতায় বসি
মনে হয় জনসমুদ্রের চিৎকারে চিৎকারে বিদ্রোহের মিছিল করি।
তোমায় দেখলে এখন আমি তেপান্তরের মাঠ পেরিয়েও ছুটতে চাই
ইচ্ছের বিরুদ্ধে স্বপ্ন নিয়ে আর ইচ্ছেকে আর বোকা না বানাই।

মনে পড়ে, এ কে!! চিনিনা তো তাকে। দূরে যেতে চাই।
ভুল করেই চেয়েছিলাম মনে হয় কখনো!
পাপের প্রায়শ্চিত্ত করা ভুলের নমুনায় চেয়েছি।
তাই তো তোমায় আমি কিংবা আমায় তুমি এমন করে পেয়েছি।

"পাপের প্রায়শ্চিত্ত করা ভুলের নমুনায় চেয়েছি"
২৩/১২/২০১৯)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

সোনালী ডানার চিল বলেছেন:

প্রেম কিংবা বিরহ হয়ত কবিতার চেয়ে আর কোথাও প্রকাশ্য নহে-
শুভকামনা রইল!!

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০১

নার্গিস জামান বলেছেন: সুন্দর:)

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

নীল আকাশ বলেছেন: এটা কি বিরহের কবিতা? না দ্রোহের? বিরহ সময়ের সাথে সাথে দ্রোহে পরিনত হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.