নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে ছায়া, অন্ধকার আমার প্রিয়।

বাহাউদ্দিন আবির

অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।

বাহাউদ্দিন আবির › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গতার ভয়

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪২

আমি হারিয়ে যেতে চাই চেনা পথ থেকে লোকচক্ষুর ভিড়ে
নিঃসঙ্গতা বারবার আমায় খুজে নেয় চেনা পথের সুরে।
আমি আমার আমিকে বিক্রি করে দিতে চাই। শর্ত একটাই
এই চলমান জনারন্যে যেন কভু মানুষঘেরা নিঃসঙ্গ না হই।

এই আমি হাসি,খুশি, চারদিকে ঘেরা মানুষে ভরপুর
তবু কেন,
আমার একা থেকে একা লাগে সবার মাঝে
যেন কথা বলতে গেলে ভাবতে হবে এই সমাজে এই কথা কি আসলেই সাজে!
কেন আমি আমার আমিকে প্রকাশ করতে গিয়ে সফলতার পথে ফিরে যাই সেই চেনা পথে- নিঃসঙ্গতার ঘরে
তবে এই সফলতার আসলে কি উপকার কেউ বলো আমারে!!!

তাই আমি বিক্রি হতে চাই
বিক্রি হতে চাই এই চলমান জনারন্যে যেন কভু মানুষঘেরা নিঃসঙ্গ না হই
২৯-১২-২০১৯

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.