নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁরে ছায়া, অন্ধকার আমার প্রিয়।

বাহাউদ্দিন আবির

অন্ধকারের মাঝে ছায়াটাকে লক্ষ্য করো সেই ছায়া আমি।

বাহাউদ্দিন আবির › বিস্তারিত পোস্টঃ

লাশ হইতে রাজি ছিলাম

১২ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৫

লাশ হইতে রাজি ছিলাম
___বাহাউদ্দিন আবির

একটি লাশ যথেষ্ট আওয়াজ বুলন্দ করতে
একটি লাশ যথেষ্ট আওয়াজের টুটি চেপে ধরতে
একটি লাশই পারে সকল কেন্দ্রের ভারসাম্য নষ্ট করতে
একটি লাশই পারে সকল নড়বড়ে স্থাপনার শক্ত ভিত্তি গড়তে।

শান্তির নামে লাশ, উদ্যমের নামে লাশ
লাশের নামেই পৃথিবীজুড়ে আবদ হবে চিরহরিৎ ঘাস।

সবাই ই মনে মনে লাশ চায়, কেউ পায়না কেউ পায়
যারা পায় তারা একটি নীতি ধৈরা একদিকেই আগায়।
তুমিও লাশ চাইছিলা,আমি লাশ হয়ে হাজির ছিলাম
তুমি লাশটাকে নিয়ে রোনাজারি করলে
এরপর বিক্রি করলে জনে জনে।
দুর্গন্ধ ছড়ানোর পরে আমারে আবার জীবিত কইরা মহানুভব সাজলে
তারপর সময়ের চাহিদায় আবার লাশ চাইলে
এইবার আমি না করায় মিথ্যুক,দ্রোহী বানায়া দিলে।

আমি তো লাশ হইতে রাজি ছিলাম,
কেবল, আমার লাশের কোন স্বকীয়তা চাই
মানা করায় তোমার কথাবার্তায় মনে হইলো
নাকি তোমার লাশ নিয়া কোন একমুখি পরিকল্পনাই নাই।

সবাই লাশ চায়,কেউ পায় কেউ পায়না
যারা পায় তারা একটা নীতি ধৈরা একদিকেই আগায়
তবে আমার লাশের বেলায় পরিকল্পনা এত অবহেলায়!

রাজিই তো ছিলাম

০৫/০১/২০২০

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.