নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
আম্মার জন্য ঘরে পড়ার দুটো শাড়ী কিনতে হবে। ছোট বোন হুকুম করল যাও আম্মার জন্য শাড়ী কিনে আনো। বললাম এটা তো একেবারেই মেয়েদের কাজ। আমি শাড়ী চিনিও না বুঝিও না। যেহতু আমি ছাড়া আর কেউ ফ্রী নেই তাই বেরিয়ে গেলাম যে কাজ কখনও করি নি সেই কাজ করতে। বনানী সুপার মার্কেটে গিয়ে জানলাম এখানে শাড়ীর ভাল দোকান নেই, গুলশান ২ এর পিঙ্ক সিটিতে যেতে হবে। পিঙ্ক সিটির ব্যাপক দূর্নাম শুনেছি। ফিক্সড প্রাইস কিন্তু বাইরে যে শাড়ী ৩০০/= টাকা পিঙ্ক সিটিতে সেটা ৯০০/= টাকা। তাই একটা ট্রায়াল দেওয়ার জন্য গুলশান কাঁচা বাজারের অপোজিটের জাহিদ প্লাজার মার্কেটে ঢুকে গেলাম।দু তিনটা শাড়ীর দোকান আছে এবং কালেকশনও কম না। প্রথম দোকানে টাংগাইল তাঁতের শাড়ী দেখালো। যেটা পছন্দ হলো সেটার দাম চাইলো ১৩০০/= টাকা। আরেকটার দাম বললো ৮০০/= টাকা।দুটো শাড়ী ২১০০/= টাকা। সাহস করে বলে ফেললাম দুটো শাড়ী যদি ৭০০/= টাকা হয় নিতে পারি।দোকানদার কোন উত্তর না দিয়ে শাড়ী ভাঁজ করে রেখে দিল। আরেক দোকানে গেলাম। দুটো টাংগাইল তাঁতের শাড়ী চাইল ৮০০/= টাকা করে ১৬০০/= টাকা। এবারও বললাম দুটো শাড়ী ৭০০/= টাকায় দেবেন? দকানদার শাড়ীতে একটা ঝাড়া দিয়ে বলল ১০০০/= টাকা বললেও দিতে পারব না। এক দাম পনেরশ টাকা হলে নিতে পারবেন। এবার একটা মিথ্যে কথা বললাম শাড়ীর দাম আমি জানি ভাই। ৮০০/= টাকা হলে দেন না হয় চললাম। দোকানদার দোকানের ছোট ছেলেটার দিকে তাকিয়ে বলল দেওয়া যায় নাকি রে? গেলে দিয়া দে। ছেলে বলল দিয়া দেন উস্তাদ! ৮০০/= টাকায় দুটো শাড়ী নিয়ে বাসায় ফিরলাম। এখনো ভাবছি আসলে জিতলাম না ঠকলাম?!!!
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ......!!!! ভাই এই দেশে মার্কেটিং করব কি ভাবে??!!!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
রিওমারে বলেছেন: ঠকেন নাই। প্রথম ২টা ২১০০ টাকায় কিনলে একটু ঠকতেন।।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
মদন বলেছেন: আস্ত শাড়ী????
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: মদন ভাই বুঝি নাই!
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
শূন্য পথিক বলেছেন: আমিও আপনার মতোই। দাম জানি না।
তবে মাকে দেওয়া শাড়ির দামটা ব্যাপার না।
আপনি জিতেছেন... মায়ের মুখে যখন হাসি দেখবেন তখন আমার কথাটা মনে কইরেন।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
এপসাইন বলেছেন: :p
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫
বিদ্রোহী২০০৩ বলেছেন: হি হি হি....
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩
শায়মা বলেছেন: ঠকলে ভাইয়া।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: আপা ইস্টার্ন প্লাজার ফিক্সড প্রাইসের দোকানে যে আরো বেশী দাম চায়!!!!!
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮
শহুরে আগন্তুক বলেছেন: ঠিকই আছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ শহুরে আগন্তুক...!
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯
নীল-দর্পণ বলেছেন: এভাবে জিজ্ঞেস করলে বোঝা যাবেনা। বাসায় দেখান। সবাই কি বলে দেখেন।
আমার এক ফ্রেন্ড ধানমন্ডি হকার্স থেকে এক শাড়ী কিনেছে ৯৫০ টাকা দিয়ে যেটার দাম চেয়েছিলো নাকি ৩৬০০ টাকা!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ নীল-দর্পণ!
১০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৪
তুন্না বলেছেন: এখানে জিতাটা আর ঠকাটা বড় কথা না। আম্মুর শাড়ি বলে কথা। সব চেয়ে বড় হলো ওনার পছন্ড হয়েছে তো?
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৩০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সত্যি কথা বলতে টাকায় জেতার কথা বলিনি! ব্যবসায়ীরা কতখানি সুযোগসন্ধানী এটাই বলছি। শাড়ীর মান খুবই খারাপ ছিল।পরে ইস্টার্ন প্লাজা থেকে ২৪০০/-টাকায় আরো দুটো শাড়ী এনেছি। কিন্তু ওরা আমাকে এবারও ভালকিছু দিল কিনা আমি সন্দিহান!!!!
১১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১
জাওয়াদ তাহমিদ বলেছেন: চলে। তয় মনে হয় আরও কমান যাইত।
এই দেশে কাপড় কিনতে গেলে ৭ম ইন্দ্রিয় থাকা লাগে।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ভাই ঠিক বলছেন!
১২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৫
তুন্না বলেছেন: ভাইয়া আমার মনে হয় কিছু ভাল ফিক্সট দিকান গুলোতে টাকা দিয়ে ভালো জিনিষ পাওয়া যা্য়।
আমার ও শারি কিনার অভিগগ্তা নেই বললেই চলে।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: তুন্না আপু ঠিক এজন্যই ইস্টার্ন প্লাজার ফিক্সড প্রাইসের দোকান থেকে শাড়ি নিয়েছি...
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
যাযাবরমন বলেছেন: পুরা বাজী মাত!!
ঐসব শাড়ী ৫৫০/ করে দাম!
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ যাযাবরমন! কিছুটা ধারণা পেলাম।
১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ঠিক কিনেছি? আসলে চাওয়া আর বিক্রয় মূল্যের তফাৎ এটাই ভাবিয়ে তুলেছে!
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
জাহাঁপনা। বলেছেন: ঠগছেন ... খুব বেশি হইলে ৫০০ টাকা দাম পরত দুটা সারির