নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।
একটা স্যামসাঙ সেট গিফ্ট পেয়েছি, সিম এর অপশন নেই, Wi-Fi তে চলে। আমি গ্রামীন মোডেম ইউজ করি। Wi-Fi এর সুবিধা বাসায় তৈরী করার কোন উপায় আছে কী? প্লীজ কেউ জানলে হেল্প করুন।
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: এটা ভাইয়ার দেয়া গিফ্ট, আমার কাছেই রাখি?
২| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:২৩
বলেই ফেলি বলেছেন: বানিয়ে ফেলুন নিজের একটি ওয়াইফাই জোন
Click here
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ!
৩| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৩৯
রিফাত হোসেন বলেছেন: সেমসাং মডেল কি ?
সিম এর অপশন নাই মানে বুঝলাম কিছু ?
ওয়াইফাই স্পট তৈরী করবেন ? বুঝলাম না আগা মাথা ।
মোবাইল দিয়ে ওয়াইফাই স্পট তৈরী করবেন নাকি ওয়াইফাই স্পট আলাদা তৈরী করে সেখান থেকে মোবাইল এর ওয়াইফাই দিয়ে লগ ইন করবেন ?
ঘরে যদি ডেস্কটপ থাকে তাহলে রুটার দিয়ে সম্ভব আর ল্যাপটপ এর উইন ৭ এর বিল্ট ইন সুবিধা আছে ল্যাপটপ দিয়ে ওয়াইফাই জোন তৈরী করার ।
এখন ল্যাপটপ যদি খামাখা জোন তৈরী করে মোবাইল দিয়ে কস্ট করে ঢুকার দরকার টা কি ? বিদ্যুত খরচ যোগ হবে আর ঝামেলাও বাড়বে.. ল্যাপীকে অন রাখতে হবে শুধু শুধুই । সরাসরি পিসি বা ল্যাপীতেই ঢুকে যান ! আর রুটার চালু রাখতে মানে মডেম থেকে ইন্টারনেট ব্যবহার করতে পিসি চালু রাখতে হবে । ডাইরেক্ট মডেম টু রাউটার হয় কিনা জানি না ।
আপনার ইন্টারনেট লাইন যদি ক্যাবলের হত । বা রুটার বেইসড ওয়াইফাই মডেম হত তাহলে কম্পু চালু না রেখেই দিব্যি রুটার চালু রেখে ঘরে যে কোন ওয়াইফাই ডিভাইস দিয়ে সেবা পেতে পারতেন ।
বলেই ফেলি সাহেব যে লিংক দিয়েছে তার সুবিধা সাময়িক ভাবে নেওয়ার জন্য বা জরুরী কারনে শুধু এইভাবে ল্যাপী দিয়ে কেউ স্পট বানিয়ে রাখে না ।
# তাহলে রুটার/রাউটার রাখে কি করতে ?
১০ ই জুন, ২০১৩ রাত ১০:০৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: রিফাত হোসেন ভাই গিফ্ট টা আমেরিকা থেকে আনা হয়েছে। কম্পিউটার সম্বন্ধে আমি খুব কম জানি। মোবাইলের ব্যাপারেও। পেছনে একটা কাগজে লেখা আছে NK Model: NSCT11039C3 সম্ভবত ট্যা্বলেট পিসি। যে দিয়েছে সে বলেছে এটাতে সিম ব্যবহারের অপশন নাই। ওয়াইফাই ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যায় না।
৪| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:২৩
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: কিচ্ছু লাগবেনা। connectifyme নামের এই সফটওয়ার টা নামায়ে নেন।
তারপর আপনার কম্পু বা ডেস্কটপ থেকে অটো ওয়াইফাই নেটওয়ারক হবে
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
ভণ্ড বাবা বলেছেন: Virtual Router এটা দেখতে পাড়েন। আমি এটা ব্যবহার করি।
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ!
৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম তবে ব্লগার রা যা সাজেস্ট করছে তাতে তো ফায়দা দেখছি না !
আপনি বাসায় ল্যাপটপ না ডেস্কটপ ব্যবহার করেন জানি না ।
দুইটার সুবিধা দুই রকম ।
NK Model: NSCT11039C3 এই নামে কোন মডেল নাই, থাকলেও জানি নাই আমার । সম্ভবত অন্য কোন নাম হবে ।
ধরে নিলাম আপনি ল্যাপটপ ব্যবহার করেন, আর প্রায় এখনকার সব ল্যাপীতে ওয়াইফাই স্পট তৈরী করা যায় উইন্ডোজ ৭ বা ৮ দিয়ে . ঐ কানেক্টিফাই বানেক্টিফাই থার্ড পার্টি সফটওয়্যার লাগে না ।
এখন কথা হল আপনি শুধু শুধু ল্যাপটপ অন রেখে এই ওয়াইফাই জোন বা স্পট কেন তৈরী করবেন ?
সাধারন একটি ট্যাবলেট চালানোর জন্য ? :-&
আমি এটাকে অদ্ভুতই মনে করছি ।
এর থেকে বেটার অপশন হল রুটার/রাউটার দিয়ে ওয়াইফাই স্পট তৈরী করা ।
TP-Link TL-MR3420, 300Mbps (MIMO) ab €32,76 বা এর থেকে কম পক্ষে নিচে ২ হা জার দিয়ে শুরু হবে সম্ভবত, এই টাইপার রুটার যা ইউ এস বি মডেম সাপোর্ট করে ।
আপনি বলেছেন আপনি ইউএসবি মডেম ব্যবহার করেন । তাই সেটা থেকে রাউটার হয়ে পিসিতে সেটিংস করে পুরো ঘরময় ইন্টারনেট স্পট হবে ।
তবে তখন ইন্টারনেট এর গতি ও কাভারেজ স্পট অবশ্য রুটার এর দাম ও কোয়ালিটির উপর নির্ভর করবে ।
এইকারনেই বললাম এর জন্য আপনাকে আপনাকে ডেস্কটিপ পিসি বা ল্যাপটপ সারাক্ষন অন রাখতে হবে না ওয়াইফাই স্পট পাওয়ার জন্য ।
শুধু মাত্র রাউটার/রুটার অন রাখলেই চলবে । তখন যখন মনে চায় ব্যবহার করতে পারেন যে কোন স্থানে কিন্তু কাছাকাছি রুটার রাখবেন বা কাভারেজ এ থাকবেন ।
আইটি ভবন এ খোজ নিতে পারেন ।
ধন্যবাদ
।
শেষ মন্তব্য । ভাল থাকুন ।
১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিফাত ভাই!
৭| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নারিকেল-জিন্জিরা বলেছেন: রিফাত হোসেন এর সাথে এক মত।
বাজেট যদি আরেকটু বেশি থাকে (৫,৫০০/=) তবে MiFi (My Wi-Fi) কিনতে পারেন। এটা মোবাইল ক্যারিয়ার রিসিভ করে WiFi ফ্রিকুইন্সি প্রোভাইড করে হটস্পট হিসেবে কাজ করবে। সিম এ্যনাবল্ড আর রিচার্জেবল ব্যাটারি থাকায় পকেট রাউটার হিসেবেও ব্যাবহার করতে পারবেন। এক সাথে ৫টা ডিভাইস WiFi এ কানেক্ট করতে পারবেন। আইডিবিতে পাবেন
3-MiFi-Huawei-E5830
১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:১৬
অলস_ছেলে বলেছেন: সেট টা আমার কাছে বিক্রি করে দিন। মেইল: [email protected]