নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটিতে অঙ্ক যাদু!

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫০

দাদা-দাদী, নাতি নাতনি।

ঈদের ছুটির একটা বড় আনন্দ হলো গ্রামে যাওয়া। গ্রামে থাকে হয়ত দাদা-দাদী কিংবা নানা-নানী। আপনার বন্ধুদের মধ্যে যাঁরা গ্রামে যাবেন, তাঁদের আপনি চমকে দিতে পারেন দাদা-দাদী আর ভাই-বোনের সংখ্যা বলে দিয়ে। উদাহরণ হিসেবে নেয়া হল তিন ভাই, দুই বোন আর দাদা-দাদী। আপনার বন্ধুকে বলুন ভাইয়ের সংখ্যা লিখতে। ( এখানে ৩)। সেটিকে দুই দিয়ে গুণ দিতে। (এখানে ৩X২=৬)। তার সঙ্গে ৩ যোগ করতে। (এখানে ৬+৩=৯)। যোগফলকে ৫ দিয়ে গুণ করতে। (এখানে ৯X৫=৪৫)। বোনের সংখ্যা যোগ দিতে। (এখানে ৪৫+২=৪৭)। এবার যোগ ফলকে ১০ দিয়ে গুণ করতে বলুন। (এখানে ৪৭X১০=৪৭০)। এবার দাদা-দাদী অথবা নানা-নানীর সংখ্যা যোগ দিতে বলুন। (এখানে ৪৭০+২=৪৭২)। সবশেষে ১২৫ যোগ। (এখানে ৪৭২+১২৫=৫৯৭)।

এবার বন্ধুর কাছ থেকে যোগফলটা জেনে নিন। এখানে ৫৯৭। এবার জেনে নেওয়া সংখ্যাটি থেকে ২৭৫ বিয়োগ দিন। এখানে ৫৯৭-২৭৫=৩২২। এই সংখ্যাই বলে দেবে ভাই-বোন ও দাদা-দাদীর সংখ্যা। প্রথম সংখ্যাটি (এখানে ৩) হচ্ছে ভাইয়ের সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি (এখানে ২) হচ্ছে বোনের সংখ্যা এবং শেষ সংখ্যাটি (এখানে ২) হচ্ছে দাদা-দাদীর সংখ্যা। যদি সংখ্যাটি ২ অঙ্কের হয় তাহলে বুঝতে হবে ওর কোন ভাই নেই। যেমন শেষ সংখ্যাটি যদি ২৮৭ হয় তাহলে বিয়োগ ফল হবে (২৮৭-২৭৫=১২) ১২। অর্থাৎ আপনার বন্ধু একজনই এবং ওর দাদা-দাদী ২ জন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.