নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখা হয় নাই চক্ষু মেলিয়া

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌

যখনি এ পথে যাবে, বারেক দাঁড়ায়ো ফুলবনে, শুধু দু হাত ভরিয়া দেব ফুল।

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

বঙ্কিম বাবুর উপন্যাস!!

২১ শে মে, ২০১৪ রাত ১২:১৬

উপন্যাসের প্রতি কোন অবোধ্য কারণে প্রভূত আকর্ষণ অনুভূত হইত বিধায় একখানি ভাল উপন্যাসের পুস্তক খুঁজিয়া ফিরিতেছিলাম। অদ্য নিশিথে বঙ্কিম বাবুর উপন্যাস সমগ্রের পুস্তকটি দৃষ্টিগোচর হইবার পর যৎপরোনাস্তি পূলকিত হইয়া পাঠ করিবার নিমিত্তে প্রথম উপন্যাসের প্রথম পত্রটি উন্মোচন করিয়া পাঠে প্রবৃত্ত হইলাম। কতিপয় দন্ত বিদ্ধংসী শব্দ সম্বলিত নিম্নোক্ত প্রথম প্যারাটি পাঠ করিবার পর পুরাপুরি ফোকলা হইবার আশঙ্কা প্রবল হইল! প্যারাটি নিম্নরূপঃ

“৯৯৭ বঙ্গাব্দের নিদাঘশেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপূর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচলগমনোদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুতবেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। কেননা, সম্মুখে প্রকান্ড প্রান্তর; কি জানি, যদি কালধর্ম্মে প্রদোষকালে প্রবল ঝটিকা বৃষ্টি আরম্ভ হয়, তবে সেই প্রান্তরে, নিরাশ্রয় যৎপরোনাস্তি পীড়িত হইতে হইবে। প্রান্তর পার হইতে না হইতেই সূর্য্যাস্ত হইল; ক্রমে নৈশ গগন নীলনীরদমালায় আবৃত হইতে লাগিল। নিশারম্ভেই এমন ঘোরতর অন্ধকার দিগন্তসংস্থিত হইল যে, অশ্বচালনা অতি কঠিন বোধ হইতে লাগিল। পান্থ কেবল বিদ্যুদ্দীপ্তিপ্রদর্শিত পথে কোনমতে চলিতে লাগিলেন।“

এহেন পরিস্থিতির সম্মুখীন হইয়া দন্ত কপাটি হইতে নিষ্কৃতি পাইবার নিমিত্তে স্বেচ্ছায় স্বজ্ঞানে পুস্তকটি পূর্বস্থলে সমর্পন করিয়া নিদ্রাযাপনে প্রবৃত্ত হইলাম!!!

শুভরাত্রী!!!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ১:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
দন্ত বিধ্বংসী !!
হাহ হাহ হা

শুভ সময়।

২৩ শে মে, ২০১৪ রাত ১:৪৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: :P :D

২| ২২ শে মে, ২০১৪ রাত ৩:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: একবার বঙ্কিমবাবুর বাজারের বর্ণনা পড়ে তিন দিন ব্রেন ফ্রিজ হয়ে পড়ে ছিলাম। নেভার এগেইন!

২৩ শে মে, ২০১৪ রাত ১:৫০

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: কঠিন অবস্থা!!! :(

৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:৪৮

আলম িসিিদ্দকী বলেছেন:
তাহলে অন্যসময় দেখা হবে.......

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: শুভরাত্রী!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.