নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

ঋণ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৫



খুব মনে পড়ে যখন তুমি, চোখের জলে ভাসো,
একটি বারও স্মরণ করো না, যখন সুখে হাঁসো।
জীবন যুদ্ধে অগ্রসর হও, নিয়ে প্রেরণার বল,
পরাজিত হলে তবেই শত, বেদনার কোলাহল।

বিজয়ী সেনার বেশে যখন, তুমি মাথা উঁচু করে,
অতীতের কথা যাও ভুলে যাও, আগামী দিনকে স্মরে।
কার হাত ধরে ফুটফাত হতে, এসেছো রাজ প্রাসাদে?
তোমার কষ্টে দিবা রাত্রি, কে গিয়েছিল কেঁদে?

আজকে দেখার সময় কোথায়, তাঁর চোখের ওই জল?
দেখেও দেখোনা বাঁধা পায় শেষে, এগুবার মনোবল!
যে জন কেঁদে চোখ ভিজিয়ে, এনেছে সার্থকতা,
ভেবে দেখবার সময় মেলে না, তাঁর প্রাণে কত ব্যথা?

নিজের দেহের রক্ত দিয়ে, মিটিয়েছে তৃষ্ণা,
আলেয়ার পিছে ছুটে চলে তাকে, করে যাও শুধু ঘৃণা?
বিনিময়ে কিছু চায়নি তো সে, চেয়েছে মিষ্টি সূর,
মেকি মমতার মায়াজালে ফেঁসে, করে গেছো দূর দূর!

প্রাসাদের কোনে বসে ভাবো সুখ, টাকা দিয়ে কেনা যায়,
অভিশাপ ছানি পড়লে চোখে, এমনি মনে হয়।
আজকে আবার প্রাসাদ হতে, এসে গেছো ফুটফাতে?
তাঁর কথা ভেবে চোখে জল আসে, ঘুম নেই এই রাতে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.