![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
জীবন ভীষণ পানসে লাগে,
বেশ মধুময় ছিল আগে।
মিষ্টি সময় রোদের সাথে,
সূর্য দেখে রোজ প্রভাতে।
কেটে গেছে অনেক সময়,
মিষ্টি মধুর নরম ছোঁয়ায়।
আগের মত চাঁদ হাঁসে না,
সুখের ভেলায় আর ভাসি না।
আজও হাওয়ার একই দোলা,
ফুল কলিরা আত্ম ভোলা।
সেই ভ্রমরই খাচ্ছে মধু,
বঞ্চিত আজ আমি শুধু।
পাই না যে আর নরম ছোয়া,
নীরব দহন কালো ধোয়া!
কেন জীবন এলোমেলো?
তাঁর কারনেই অগোছালো!
কল্পনাতে সে ঘিরে রয়,
প্রাণে আগুন যায় জ্বলে যায়।
অপেক্ষা সয় কার পরানে?
সবাই ভাসে দুঃখের বানে!
কাঁটা ঘায়ে নুনের ছিটা,
যায় না মোছা সেই ছবিটা!
মনের পর্দা জুড়ে ভাসে,
জীবন পানসে হয়ে আসে!
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ওরে বাবা, চিনিতে যে বিষ,
বাবার ছিল ডায়াবেটিস।
পরে যদি আমারো হয়,
তাই লাগে বড় ভয়!
অনেক ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: কর্মময় জীবন সবসময় একরকম যাবেনা। কখনওবা মধুর আবার কখনওবা পানসে লাগবে। আর তারই মধ্যে দিয়ে হবে আমাদের পথচলা।
শুভকামনা ও ভালোবাসা নিয়েন ।
০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বলেছেন: মূল্যবান কথা বলেছেন।
শুভেচ্ছা জানবেন।
ভাল থাকবেন।
ধন্যবাদ।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩
লাবণ্য ২ বলেছেন: সুন্দর লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।
সঙ্গে থাকবেন।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: পানসা জীবনে একটু চিনি মিশিয়ে নেন।