![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আমার ঘরের অভাব
আর তোমার বাজে স্বভাব,
নুন পান্তার এ সংসারে
ফেলছে ব্যাপক প্রভাব।
টেনে হিঁচড়ে চলা
আর হেঁসে মিথ্যে বলা,
তাঁর মধ্যে গলার কাঁটা
তোমার ছলাকলা।
সবই শুনে বুঝে
এই অভাবের মাঝে,
মাথা বেঁচে কিছু টাকা
দিলাম হাতে গুজে।
নিয়েই পগার পার
বোঝালাম বার বার,
শুনি অনেক পয়সা ওয়ালা
হাত ধরেছো যার।
কোটি টাকার মাঝে
ব্যস্ত ভীষণ কাজে,
তোমায় শুধু ইউজ করে
বিহেব করে বাজে।
লাজে ঢাকি মুখ
কষ্টে ফাটে বুক,
সেদিন তুমি সুখী হবে
তোমায় খুঁজলে সুখ।
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: তা অনশ্য খারাপ বলেন নি।
অনেক ধন্যবাদ জানাই।
ভাল থাকবেন।
২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লাজে ঢাকি মুখ
কষ্টে ফাটে বুক,
সেদিন তুমি সুখী হবে
তোমায় খুঁজলে সুখ।
.................................................................
বিচিত্র জীবনে লাজ লজ্জা রাখলে আর
খেয়ে পড়ে বাচঁতে হবে না