নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

উত্তেজনা

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯



দেহ নাচে মন দোলে,
ছলে বলে কৌশলে।
কত কথা যায় বলে,
কি নেশায় পড়ে ঢলে!

হৃদয়ের রাস্তায়,
মনে প্রাণে সত্তায়।
সুখ অনুভূত হয়,
যায় দেহ ঘেমে যায়!

নিঃশ্বাস স্বস্তির,
প্রাণ হয় গম্ভীর।
ভাঙ্গতে ও প্রাচীর,
দেহ বড় অস্থির।

দেহে দেহ সহজে,
বাঁধ ভাঙ্গা আওয়াজে।
শুধু সুখ বিরাজে,
মনে মন কি কাজে?

দেহ যদি সুখ পায়,
কলঙ্কে নেই ভয়!
থাক মনে থাক ভয়,
কম মেলে এ সময়!

ও চোখের পলকে,
বিজলির ঝলকে।
মন বলে দেহকে,
বাঁধ সাধে বিবেকে!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দেহে দেহ সহজে,
বাঁধ ভাঙ্গা আওয়াজে।
শুধু সুখ বিরাজে,
মনে মন কি কাজে?

.................................................................................
আছে ভাই আছে
মনের সুখ মন ছাড়া
নাহি বাজে

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: খুব ভাল বলেছেন।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.