নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

বুড়ো ভাম

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪



টাকার জোরে বউ ছেড়েছি
করছি নতুন বিয়ে,
বরযাত্রী যাচ্ছি ছেলে মেয়ে
সঙ্গে নিয়ে।

পুরান জিনিস আমি আবার
লাইক করি কম,
নিত্য নতুন ছোয়া পেতে
করছি পরিশ্রম।

নতুন বউয়ের ছোট বোনের
তাক লাগানো রুপ,
হাসি ঠাট্টা যতই করি
শালী আমার চুপ।

চুপ থাকো আর যাই করো
নেক্সট টার্গেট তুমি,
দরকার হলে লিখে দেবো
বিঘে পাঁচেক জমি।

ধন সম্পদ সবি আছে
কিছুর অভাব নাই,
বয়সটা যে শেষের পথে
ভাবছি কোথায় পাই!

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: মজার ছড়া।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মজা দিতে তৈরি রই
কিন্তু দিতে পারি কই?

২| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছন্দের খেলায়- ভাসলাম। অভিবাদন জানবেন।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: হা হা হা।
টাকা জমি থাকলে সবি পাবেন।
শুধু বেঁচে থাকলেই হলো।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ঠিক বলেছেন।
আপনার হাসিটা হুমায়ুন ফরিদির মত।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিষয়টা তোমার সে কথা পারছিনা যে মানতে!!
আমার মনের কথা কি করে পারিলে জানতে?

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

নূর ইমাম শেখ বাবু বলেছেন: কারো মনের কথা নয়
নিজের কাছে মাঝে মাঝে
এমন মনে হয়।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: টাকা-পয়সা, ধন-সম্পদ থাকলে সবই সম্ভব।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: বুঝলাম। বয়স কিভাবে কমাবেন?

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর।। তারুণ্য তেও লিখেছেন?? দেখেছি।।।ভালো

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হ্যাঁ ভাই। দিলাম যখন ছড়িয়েই দিই। ভাল থাকুন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

হাবিব বলেছেন: একদম কাপিয়ে দিলেন দেখি

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সাইন বোর্ড বলেছেন: খুব দুঃখের কথা !

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: দুঃখ করার কিছুই,
যায়না কেনা বয়স ভাই।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৯

নীল আকাশ বলেছেন: কুকুরের কার্তিক মাসে জোয়ার আসে আর পুরুষের সারা মাস! আর বুড়ো ভাম দের সারা জীবন ;)
ছড়া ভালো হয়েছে......।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন: বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.