![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
ডাকে নাক কাঁপে পাড়া
ভুঁড়ি ছোঁয় আকাশে,
জগা দা ঘুম যায়
দখিনা বাতাসে।
নাকে আঙুল দিয়ে
বের করে ময়লা,
চক চকে সাদা দাঁত
রোজ মাজে কয়লা।
চিনি ছাড়া চা খায়
বেশ বড় আওয়াজে,
থু থু ছেড়ে কথা কয়
গন্ধটা কি বাজে!
তিন মাস কাচে না
ঘামে ভেজা জামাটা,
দাঁড়ি গোঁফে একাকার
ঢেকে গেছে মুখটা।
নখ গুলো বড় বড়
মনে হয় ডাস্টবিন,
পিক দিয়ে ঘর ভরে
বউ বকে প্রতিদিন।
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১২
বাকপ্রবাস বলেছেন:
জগাদা বেশ আছে
ভুড়ি নিয়ে বেশতো
যত খায় আরো চায়
না খেতেই শেষতো
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভেচ্ছা অশেষ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৫
এস এম ইসমাঈল বলেছেন: এত গুন জগা দা'র,
কি হবে পাড়াটার,
বলে দাও এক বার?
বেশ মজাদার ছড়া লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা আর ভালবাসা।
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: পাড়া দিবে কানে তুলো,
ঘুমাতে লোক গুলো।
অনেক ধন্যবাদ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
নজসু বলেছেন: জগা দা বউ পাইলো কেমনে?
১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বিয়ে করেই বউ পেয়েছে! হিঃ হিঃ!
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: খুব মজার।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত.।.।.।.।.।.।.।।।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: থুক্কু.... জগাদার পেট দেখে আর কথা বলতে পারলাম না।
বটে..........!!!...!!!