![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
বিয়ের পরে বাসর ঘরে,
সজ্জিত পালঙ্কের পরে।
বসে আছে বউ,
দেখেনি তা কেউ।
জবরদস্তি স্বামীটারে,
দিল ঠেলে ওই না ঘরে।
চোখা চোখির ঢেউ,
দেখেনি তা কেউ।
পা ছুঁয়ে বউ করল প্রনাম,
বলল স্বামী তোমার হলাম।
মরল বিড়াল মেউ,
জানেনি তা কেউ।
ভাবল স্বামী, পেলাম প্রনাম,
বিনিময়ে কি বা দিলাম।
ডাকল কুকুর ঘেউ,
শোনেনি তা কেউ।
তাই প্রনামের বিনিময়ে,
বউয়ের চরণ ঘাড়ে নিয়ে।
উঠল মজার ঢেউ!
বোঝেনি তা কেউ।
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্ত্যমিলগুলোর দিকে আরো খেয়াল রাখলে ছড়াটা ভাল হত। আর স্বামীকে প্রণাম বা সালাম করা একটা ফালতু সংস্কৃতি। এটা ইসলামে নেই। এসব ব্যপারে সবার সচেতন হওয়া জরুরী...
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: যদি উদাহরন দিতেন তবে উপকৃত হতাম।
আর প্রনাম করে হিন্দু সম্প্রদায়। মুসলমান নয়।
ভাল থাকুন। ধন্যবাদ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: যদি উদাহরন দিতেন তবে উপকৃত হতাম।
আর প্রনাম করে হিন্দু সম্প্রদায়। মুসলমান নয়।
ভাল থাকুন। ধন্যবাদ।
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাহলে ছড়াতে প্রণামের কথা আনলেন কেন?
বউ-কেউ
স্বামীটারে-ঘরে
প্রণাম-হলাম
প্রণাম-দিলাম
বিনিময়ে-নিয়ে
প্রতিটা প্যারাতে অন্ত্যমিল ঠিক ছিল না...
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। মূল্যবান সময় নষ্ট করে উপদেশ প্রদান করার জন্য।
৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
বোরহান উদদীন রাব্বানী বলেছেন: স্বামী ভক্তি বউ, সালাম / প্রণাম বিনিময় করাটা বিনয়ের। ধন্যবাদ আপনাকে
২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: মজার ছড়া।