![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
সাদা পানি, সোডা জল
সাথে নাও এলকোহল,
প্যাক ভরা নিকোটিন
গেল মেধা গেল বল।
পেতে চাও সস্তায়?
ঠাঁই নাও বাংলায়,
বুঝবে পাকস্থলী
কিভাবে পঁচে যায়!
ওয়াইনের আড্ডায়
না গেলে মান যায়,
ষ্টমাক ক্যান্সার
শুধু শুধু কি হয়?
ইয়াবার কদরে
ঘুমাবে ওপারে,
হেরোইন খেয়ে দেহ
কংকাল আহা রে!
ইথিওপিয়ার পাতা
যায় কোকেনে ব্যাথা,
গাঁজা হল শাক ভাত
খেতে খেতে বুক ব্যাথা।
রোগী মরে কি ভাবে
ওষুধের অভাবে,
মাদকের দরকার?
হাত বাড়ালে পাবে।
পেট পুরে ভোদকা
খায় রোজ যে খোকা,
তার বাবা, মা ভাবে
কি করে এত টাকা?
যাক টাকা গেল দেহ
গেছে পুড়ে অন্তর,
নিরুপায় দেখে যাই
মাতলামি কারবার।
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমরা গাছের গোড়া কেটে আগায় জল ঢালি।
আর বলি আহারে! গাছটা মরে গেল!
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
সাদা মনের মানুষ বলেছেন: মাদকের বিরুদ্ধে সুন্দর ছড়া..........ভালোলাগা জানিয়ে গেলাম।
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: নীরব ঘাতক মাদকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
ধন্যবাদ জানবেন।
৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২১
আখেনাটেন বলেছেন: যত মাদকের নাম লিখলেন। এখন এগুলো দেখে আবার কিছু পাবলিক টেস্ট করার ধান্ধা না করে।
মাদকের বিরুদ্ধে 'না' বলুন। সবাই সচেতন হই। কলজা-গুদ্দা ঠিক রাখি।
ভালো লিখেছেন।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
হাবিব বলেছেন: ভালো লাগলে... +্
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ স্যার।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: ভীষন মজার।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বরাবরের মত প্রেরনা পেলাম নুর ভাই।
ধন্যবাদ জানাই আপনাকে। ভাল থাকুন।
৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৮
টুটুল বলেছেন: অনেক ভারি বিষয়টাকে সহজ কথায় অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।
ভালো লাগলো।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই টুটুল ভাই। ভাল থাকুন সারাক্ষন।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
তারেক ফাহিম বলেছেন: মাতলামি ছড়া

দু-একটা পোনা নষ্ট করে পুকুরে বড় মাছ রাখলে একদিননা একদিন প্রজন্মতো আসবেই