![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
ঝরনা ঝরে অশ্রু ঝরে,
সাগর তারে বক্ষে ধরে।
কষ্ট জমা মনের ঘরে,
পরই পরকে আপন করে।
বাঁধন হারা আপন ঘর,
আপন সে তো নিজেই পর।
জনারণ্যে বনবাস,
ধৈর্য হীনের সর্বনাশ।
মেঘের যত পরিতাপ,
আকাশ করে পরিমাপ।
বজ্রকে ঠাই দিয়ে বক্ষে,
ভূপৃষ্ঠের অভিশাপ।
সূর্য কষে যে অংক,
তাতে চাঁদের কলংক।
ঋণ শোধাতে অগ্রসর,
আমাবশ্যার আতংক।
ঝরে পড়া বৃষ্টি ধারা,
ভেজায় না মরু সাহারা।
দু এক ফোঁটা পায় কদাচিৎ,
তাতেই সুখে পাগল পারা।
বাতাসে কোন বাঁধন বাঁধে?
সবুজ পাতায় সূর সে সাধে।
তৃষ্ণা নিয়ে বুকের মাঝে,
জল কি নিজে কভু কাঁদে?
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাজার গোলাপের শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন।
২| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
ওমেরা বলেছেন: কবিতাটা কেমন ধাঁ ধাঁ মনে হল ? তবে কথা গুলো সুন্দর।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আমাদের জীবনটাই তো একটা ধাঁ ধাঁ।
ধন্যবাদ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার ছড়াগুলো বেশ মজার, ভাল লাগে। লিখুন মন খুলে। +++
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এভাবে অনুপ্রেরণা পেলে মন খুলে লিখতে পারব।
ভাল থাকুন সবসময়।
৪| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪
রাজীব নুর বলেছেন: গভীর রাতে কোথা থেকে যেন একটা পাখি ডাকে- পাখিদের কোনো দুঃখ-কষ্ট নেই, আইন আদালত নেই ।
১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ওরা স্বাধীন ওরা মুক্ত
আমি নিঃস্ব আমি রিক্ত।
আসলেই ওদের কোনো দুঃখ-কষ্ট নেই, আইন আদালত নেই । ধন্যবাদ নুর ভাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তৃষ্ণা নিয়ে বুকের মাঝে,
জল কি নিজে কভু কাঁদে?
.................................................. খুবই সুন্দর কথা , কবিতায় ++