![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
ফালতু কথার ধার ধারিনা আসল কথা কই
আমি কিন্তু হেরে হাওয়া দলের পক্ষে নই।
যখন যে দল ক্ষমতাতে সে দল আমার দল
দেহ আমার আত্মা আমার নেতার বলই বল।
মিটিং বল মিছিল বল আমি সবার আগে
নগদ টাকায় ভাড়া খাটি যখন যেমন লাগে।
খাওয়ার আগে মাইরের পিছে ভাইয়ের বলই বল
নোটের গন্ধে ছুটে চলে আমার কৌতূহল।
খুন খারাবী পারি সবি এটাই আমার নেশা
নেতার কথায় মাদক বেঁচা আমার আসল পেশা।
নেতার নামে শেষ করি দিন নেতার নামে শুরু
নেতার কথায় উঠি বসি নেতাই আমার গুরু।
চাঁদাবাজি ভূমী দখল আমার প্রিয় কাজ
নিয়ম নিষ্ঠার সাথে সবই করছি আমি আজ।
জেল খানাতেও আমি কিন্তু বেজায় খাতির পাই
এমনিতে নয় পিছে ভাইয়ের মদদ আছে তাই।
ভাইয়ে করে সমাজ সেবা বিশাল সংগঠন
গণতান্ত্রিক নেতা আমার গঠনতান্ত্রিক মন।
গণতন্ত্রের ছাতার তলায় সে করে রাজনীতি
আমি নেতার ছায়ার তলে করে যাই পেট নীতি।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: সত্য বলে আজ আর কোন লাভ নেই নুর ভাই।
সকলে শুনেও না শোনার ভান করে।
দেখেও না দেখার!
তার পরও চালিয়ে যাই ব্যর্থ প্রয়াস!
ভাল থাকুন। ধন্যবাদ।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: খুব ভালো লেগেছে। আরো ভালো লিখবেন আশাকরি।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: চেষ্টা করে যাচ্ছি মামুন ভাই।
দোয়া করবেন। ভাল থাকুন, ধন্যবাদ।
৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬
কিরমানী লিটন বলেছেন: কঠিন বাস্তবতা তুলে এনেছেন কবিতায়- চমৎকার ভালোলাগা ..।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩
নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রকৃত কঠিন বাস্তবতাকে সকলের সামনে তুলে আনা যায় না।
তাতে অনেক সমস্যার সম্মুখীন হত হয়।
ভাল থাকবেন লিটন ভাই।
৪| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০২
আকতার আর হোসাইন বলেছেন: সত্য কথা লিখেছেন। নেতাদের ছাতার তলে থেকে স্বকীয়তা হারাচ্ছে মানুষ।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আস্তে আস্তে বিলিন হচ্ছে নিজের অস্তিত্ব।
বসে থাকছে সবাই কারো হুকুমের অপেক্ষায়।
নিয়ন্ত্রিত হচ্ছে অন্যের তথা নেতা দ্বারা।
কিন্তু বললেই দোষ, কারণ তুমি নন্দ ঘোষ।
ভাল থাকুন হোসাইন ভাই। ধন্যবাদ।
৫| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১২
মোছাব্বিরুল হক বলেছেন: আপনার খুব শিঘ্রই চলে যাচ্ছে।
ভালোলাগল।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ঠিক বুঝতে পারলাম না কি চলে যাচ্ছে।
ভাল লেগেছে শুনে আমারও ভেতরটায় ভাল লাগা কাজ করছে।
৬| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
বাকপ্রবাস বলেছেন: সত্য
সুন্দর
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: সত্যকে সবাই সুন্দর বলবে এটাই স্বাভাবিক।
তবে মিথ্যার বিরুদ্ধে কবে আমরা রুখে দাঁড়াতে পারব?
অনেক অনেক ধন্যবাদ বাকপ্রবাস ভায়া।
ভাল থাকুন।
৭| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯
রাকু হাসান বলেছেন:
বাস্তবধর্মী ! তবে আমাদের পেটনীতি ত্যাগ করতে না পারলে দেশনীতি ঠিক থাকবে না । আমাদের পেটনীতি কমে কমবে !!
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: সে প্রশ্ন শুধু আপনার নয়, শুধু আমার নয়, আজ গোটা জাতির একই প্রশ্ন। কবে কমবে পেটনীতি? পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরাই শুধু দিন দিন পেছনে পিছিয়ে যাচ্ছি। আমাদের সবই আছে তার পরও হাহাকার কমছেই না!
আপনাকে আবারও আমার পাতায় দেখতে পেয়ে ধন্য মনে করছি নিজেকে।
ভাল থাকুন, দীর্ঘায়ু লাভ করুন।
৮| ১৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
সাইন বোর্ড বলেছেন: এটাই তো চলছে, চলুক না...
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: চলতে তো বলছেন।
কিন্তু এর শেষ কোথায় একবার ভেবে দেখেছেন?
ভাল থাকুন সাইন বোর্ড ভাইয়া।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: খুবই ভালো লাগলো।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা সাজ্জাদ ভাই।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: খুব মজার।
কথা গুলো সত্য।