![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
বিচক্ষণ প্রতিযোগিতায় সময় কখনো হার মানবে না,
অবাধ বয়ে চলা তাঁর দাড়াবে না কখনই থমকে।
প্রযুক্তির অভিশাপে প্রকৃত মানুষ বিপন্ন প্রায়,
সূর্য তবু অস্তমিত হয়নি চিরতরে।
নক্ষত্রের রশ্মি ছড়িয়ে আকাশ সাজানো,
আজো বিদ্যমান এবং তা চিরন্তন।
ধুমকেতু আর ছায়াপথে বিচরন করতে,
এক অলৌকিক অনুভূতি জাগে শুনেছি।
মেঘের ভেলায় ভাসতে কার না মন চায়,
চাঁদের আলো মেখে বসে থাকে জ্যোৎস্না।
গ্রাস করে শান্তির নিরলস ছন্দ,
আঁধারে ঘিরে ধরে আবিষ্কারের নেশাকে।
পরিচ্ছন্নতায় মেতে ওঠে সুদুরের ছায়াপথ,
প্রাণপণে ছুটে চলে গ্রহ থেকে নক্ষত্রে।
কৌতূহল হয়তো দায়ী নয় অশান্তির জন্যে,
তবু তাঁর থেকেই উদ্ভব সময়ের দূষণ।
মহাকাশ বেয়ে নেমে আসে প্রকৃতির ক্রন্দন,
ধুমকেতুর ইশারায় পেরিয়ে যায় সহস্র বছর।
বাঁধভাঙ্গা ক্রন্দন বুকফাটা চিৎকার প্রতিক্ষণে,
ঠিক তখনি অন্য কোথাও আবিষ্কারের উৎসব।
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: কাঁচা হাতের লেখা।
দোয়া করবেন।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা।
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বরাবরের মত ধন্যবাদ এবং গভীর ভালবাসা প্রিয় নুর ভাইয়ের প্রতি।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।