![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
কালকে রাতে স্বপ্নে চড়ে
গেছি আজব বাজারে,
পয়সা বীনে সব পাওয়া যায়
আজব ব্যাপার আহারে!
অফুরন্ত সূর্যের আলো
চারিদিকে ছড়ানো,
রাত্রি জুড়ে চন্দ্র হাসে
জ্যোৎস্না যে মন মাতানো।
হরেক রঙের হাজারো ফুল
ফুঁটে আছে বাগানে,
হৃদয় উজাড় করা ঘ্রাণে
ভ্রমরকে কাছে টানে।
ঝরনা ঝরে অঝর ধারায়
স্রোতে ভাসায় নদীরে,
সব সেখানে পয়সা বীনে
কি আনন্দ আহারে!
শুধু বাতাস পাইনি খুঁজে
ওইনা আজব বাজারে,
যেটা কিনা বাঁচিয়ে রাখবে
আর কিছু দিন আমারে।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আছে তো নুর ভাই।
সবই ফ্রি।
শুধু নাই বিশুদ্ধ বাতাস, যা আমাদেরকে বাঁচিয়ে রাখবে।
অশেষ ধন্যবাদ, ভাল থাকবেন।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
পঁচামানুষ বলেছেন: ভাল লাগলো। আমার ব্লগে আমন্ত্রন রইল।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার ব্লগ ঘুরে এলাম।
ভাল লাগল। ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৮
হাবিব বলেছেন: একাই গেছিলেন নাকি সাথে কেউ ছিল?
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: নেক্সটে আপনাকে সাথে নিব স্যার।
এ এক আজব বাজার।
ভাল থাকবেন।
ধন্যবাদ।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০১
কাওসার চৌধুরী বলেছেন:
ছড়াটি ভাল লাগলো। তবে,
"হৃদয় উজাড় করা ঘ্রাণে
ভ্রমরকে কাছে টানে।"................ এ লাইন দু'টি নিয়ে আরেকটু ভাবলে হয়তো ভাল হবে। (ধন্যবাদ)
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
নূর ইমাম শেখ বাবু বলেছেন: আপনার মন্তব্যে আমি গর্ব বোধ করছি এ কারণে যে, আমার কোণ ভুল হলে তা শুধরে দেবার মত মানুষ আমার আশেপাশেই আছে।
কিন্তু আমার ভাণ্ডারে এর থেকে বেশী কিছুই নাই। যা পেরেছি তাই লিখেছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে অাজব বাজারের কবিতা ।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: শুভেচ্ছা জানাই অন্তর থেকে।
ভাল থাকবেন।
৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আজব বাজার! এরকম একটা বাজার থাকলে কতই না ভালো হতো।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: হাজার গোলাপের রক্তিম শুভেচ্ছা গ্রহন করুন।
ভাল থাকুন।
ধন্যবাদ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪
নব ভাস্কর বলেছেন: বাজারটা ভাল। বাতাসটা থাকলে খুব ভাল হত।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: বাতাসের ব্যবস্থা আছে তবে তা বিশুদ্ধ নয়।
ধন্যবাদ জানাই আপনাকে।
ভাল থাকুন।
৮| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩
নব ভাস্কর বলেছেন: কাওসার চৌধুরীর প্রতি----
"হৃদয় উজাড় করা ঘ্রাণ
ভ্রমর ছোটে তার পানে "----এটা লিখলে মনে হয় ছড়া বাতাসপূর্ণ হবে।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই উদাহরণ সহকারে সংশোধনী দেবার জন্য।
ভাল থাকুন। সুখে থাকুন। ধন্যবাদ।
৯| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: এই বাজারটা হাতের কাছে পেলে ভাল হতো।
আপনার ছড়ার হাত বেশ পাকা।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: এভাবে বলে আমাকে লজ্জা দিবেন না।
ছড়া কবিতার জগতে আমি এক সদ্যজাত শিশু।
তবে আপনার গতকালের মন্তব্যের জন্য ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম।
অনেক ধন্যবাদ গ্রহন করবেন।
ভাল থাকবেন।
১০| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
সাগর শরীফ বলেছেন: ভাল লাগল।
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাই।
ভাল থাকবেন।
১১| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭
এ.এস বাশার বলেছেন: লেখকের উদাসীনতা আমার কাছে ভালো লাগেনি......
এতগুলো পাঠক মন্তব্য করেছেন,,,, কোন উত্তর নেই....এটা চরম উদাসীনতার সামীল নয় কি.....
২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ক্ষমা চেয়ে নিচ্ছি প্রতিউত্তর করতে দেরী হবার কারণে।
আসলে আমি অনলাইন থাকি, কিন্তু অফিসের কাজ করতে হয় বেশিরভাগ সময়।
সামান্য ফাক ফোকর দিয়ে দু একটা পোষ্ট আর কিছু মন্তব্য করি।
দয়া করে ভুল বুঝবেন না।
১২| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: আহা এরকম একটা বাজার থাকলে বেশ হতো।