নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

উপস্থাপন

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২


উপস্থাপন অসাধারণ, নেশায় দোলে তাই দেহ মন।
সীমানাহীন এই প্রয়োজন, বাড়ে বাড়ুক মনের দহন।
জেগে থাকা ঘুমের বেশে, ভেতর কাঁদে বাহির হাসে।
মহাশান্তির সে আবেশে, মৃদু সুখে হৃদয় ভাসে।

বোঝা কঠিন মনের ভাষা, গহীন প্রাণের ভালবাসা।
অধৈর্য কেউ হয় নিরাশা, কারো ভাঙে সুখের বাসা।
পরাজয়ের গ্লানি ধুয়ে, স্বপ্ন আশায় জীবন ছুয়ে।
হাজার গ্লানি ব্যাথা সয়ে, যাচ্ছে সাধের জীবন বয়ে।

কোমল মনের সরলতা, চিত্তভরা প্রাচীন প্রথা।
মনই জানে মনের কথা, আপন হলে বোঝে ব্যাথা।
উদারতা করলে প্রকাশ, প্রাণে জাগে খুশীর প্রয়াস।
সরলতার রঙিন উচ্ছাস, জীবন জুড়ে খুশীর আভাস।

সকাল সন্ধ্যা সে প্রার্থনা, আসবে কবে নিলাঞ্জনা।
ব্যাকুলতার এ লাঞ্ছনা, বুকের মাঝে জমা ঘৃণা।
কালো মেঘে ঢাকা আকাশ, রৌদ্র তবু হয়না নিরাশ।
থাকবে না সে বৃষ্টি বিলাশ, বইবে যখন ঝড়ো বাতাস।

পরিপক্ক অশেষ আশা, অন্ধ প্রাণে বাঁধে বাসা।
উদ্দেশ্যহীন যাওয়া আসা, ইচ্ছে করে বানে ভাসা।
আসক্তিতে ভরা ধরন, নেশায় মেতে করি বরন।
প্রাণে পেতে রাখা আসন, তুমি তোমার উপস্থাপন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: বালি দিয়ে ঢেকে দিতে চাই গুপ্তধন।
বয়ে নিতে চাই ভালোবাসার মানুষের কন্ঠস্বর।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ নুর ভাই।
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.