![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আধিপত্য বিস্তার অস্তিত্ব রক্ষার,
সম্মুখে শালিনতা হৃদয়ে অহংকার।
প্রাণ অবরুদ্ধ সুশীতল যুদ্ধ,
জাগ্রত হুঙ্কার অনুরোধে ক্ষুদ্ধ।
শান্তির সন্ধান যন্ত্রণার উত্থান,
বৈধতা বিকৃত বিবেকের বলিদান।
উত্তাল প্রান্তর অশান্ত ভয়ংকর,
অসীম দূরত্ব অসম্ভব উদ্ধার।
নির্ভয় দাম্ভিক, দুরন্ত নির্ভীক,
প্রচেষ্টা হননের প্লাবিত চারিদিক।
অতিশয় ধূর্ত কৌশলী শর্ত,
জঘন্য নিভৃতে বিগ্রহ অনর্থ।
আগ্রহ রক্ষার অবিরত ধিক্কার,
অন্দর মহলে ব্যভিচারে চিৎকার।
বিদ্রোহে মুক্তি নীরবে বিভক্তি,
সমবেদনার স্বরে শত্রুর যুক্তি।
তাই মূলমন্ত্র শুধু ষড়যন্ত্র,
বিসর্জন দিয়ে প্রাণ দীক্ষিত মন্ত্র।
দুর্লভ বিস্তার আধিপত্যের সমাহার,
প্রশ্নের উদ্ভব কবে হবে উদ্ধার?
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৮
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানাই কষ্ট করে পাঠ করার জন্য।
ভাল থাকুন। শুভরাত্রি।
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩১
আরোহী আশা বলেছেন: কবিতায় কঠিন কঠিন শব্দেরাও আধিপত্য বিস্তার করে আছে। তবে বুঝতে কষ্ট হয়নি।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
নূর ইমাম শেখ বাবু বলেছেন: মাতৃভাষা বুঝতে যদি কষ্ট হয়,
এমন লজ্জার কথা তবে কারে কয়?
শুভেচ্ছা জানাচ্ছি। প্রীতি নিন।
ধন্যবাদ।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪
সাহিনুর বলেছেন: দারুন লিখছেন আপনি।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানবেন সাহিনুর ভাই।
হাজার গোলাপের রক্তিম শুভেচ্ছা জানাই আপনাকে।
ভাল থাকবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: আমার জেল হবে না ফাঁসি হবে/ দুলু উকিল কইল না/ ম্যাজিস্ট্রেট শামসুল হক/ জামিন দিল না ।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
নূর ইমাম শেখ বাবু বলেছেন: দুর্বোধ্য মনে হয়
আপনার মন্তব্য গুলো
আজকাল খুব বেশী,
ভেবে ভেবে মাথা ধরে
কষে আসে মাংসপেশী।
ধন্যবাদ জানাই নুর ভাই আপনাকে।
ভাল থাকবেন। শান্তিতে থাকবেন।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩
বদলে যাই বলেছেন: দারুন।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধন্যবাদ জানবেন।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
নজসু বলেছেন: কবিতায় খুব কঠিন কঠিন শব্দের ব্যবহার লক্ষ্যনীয়।