নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু

রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!

নূর ইমাম শেখ বাবু › বিস্তারিত পোস্টঃ

মেধা

২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০


সমাজের নিবেদন রীতিনীতি অচেতন,
মান নির্ণয় নিয়ে বানিজ্যে গুরুজন।
হতাশা চিন্তায় পুঁথিগত বিদ্যায়,
নির্বাক চেয়ে থাকা অপলক বিস্ময়।

বুদ্ধি দীপ্ত বিফলে ক্ষিপ্ত,
ভ্রান্ত চেতনায় মেধা বিলুপ্ত।
যার নাই দীক্ষা সে দেয় শিক্ষা,
সনদের বোঝা ঘাড়ে করে যায় ভিক্ষা।

অর্থে যোগ্য হোক সে অজ্ঞ,
পূজনীয় আসনে সেই উপভোগ্য।
তেলবাজি পথ্য উলঙ্গ সত্য,
কুৎসিত আবরণে যেন এক ভৃত্য।

প্রখরতা অম্লান মেধা করে সন্ধান,
তীর্থের কাক হয়ে জ্ঞানের প্রস্থান।
প্রতিবাদ অন্যায় রক্তের বন্যায়,
ভেসে যায় মস্তক ভুলক্রমে বলে হায়!

আজ ব্যক্তিত্ব দামী অতিরিক্ত,
ভাঙ্গা মান দণ্ডের দুটি হাত রিক্ত।
মূর্খ নিরিক্ষা পদতলে শিক্ষা,
ডাস্টবিনে পড়ে থাকা মেধা চায় ভিক্ষা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু প্রচন্ড বুদ্ধিমান একটা ছেলে। দুর্দান্ত প্রতিভা আছে আমার।
অথচ দেখুন- কিছুই করতে পারলাম না। না নিজের জন্য, না দেশের জন্য!!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০

নূর ইমাম শেখ বাবু বলেছেন: সময় শেষ হয়ে যায়নি প্রিয় নুর ভাই। নিজের উপর আস্থা ও বিশ্বাস তৈরি করুণ। দেখবেন সব কিছু পানির মত সহজ।

আর আপনার প্রচন্ড বুদ্ধিমত্তা আর প্রতিভার মূল্য আমার কাছে আছে, আছে আপনার আমার মত আরো দু একজনের কাছে যারা মানুষকে মূল্যায়ন করে। কিন্তু এই সমাজ এই দেশ এই পৃথিবী প্রতিভা আর মুদ্ধিমত্তার নিকুচি করে। তারা দেখে কিভাবে আপনি এলেন কার মাধ্যমে এলেন। যেমন ব্যক্তির হাত ধরে আপনার আবির্ভাব তেমন মূল্যায়ন আপনার। এখানে মেধা, শিক্ষা, বুদ্ধিমত্তা বা প্রতিভা তুচ্ছ একটা বিষয়। অনেক বলে ফেলেছি। ক্ষমা করবেন।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু প্রচন্ড বুদ্ধিমান একটা ছেলে। দুর্দান্ত প্রতিভা আছে আমার।
অথচ দেখুন- কিছুই করতে পারলাম না। না নিজের জন্য, না দেশের জন্য!!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সত্য কথন। ভালো লাগলো। আমাদের ভালো দিন কবে আসবে কে জানে। মেধাবী রা তো পালাবে। বনে না হয় দূরে

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

নূর ইমাম শেখ বাবু বলেছেন: ধৈর্য ধারণ করতে হবে। পরিবর্তনের পথ বের করতে হবে।
ভাল থাকুন। ধন্যবাদ।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এইজন্যই মেধাবী রা দেশে চাকরি না পেয়ে বিদেশে চলে যায়। আর দেশের মেধা পাচার হয়ে যায় বিদেশে

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: হয়তো তাই। ধন্যবাদ আবারো।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: মূর্খ নিরিক্ষা পদতলে শিক্ষা,
ডাস্টবিনে পড়ে থাকা মেধা চায় ভিক্ষা।

চরণদ্বয়ের গভীরতা অনেক।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫

নূর ইমাম শেখ বাবু বলেছেন: প্রাণিত হলাম।
ভাল থাকবেন।
ধন্যবাদ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

হাবিব বলেছেন:
আহারে কি আকুতি! এই আকুতি কি কেউ শুনবে?

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

নূর ইমাম শেখ বাবু বলেছেন: মনে হয় না কেউ শুনবে স্যার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.